পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস سbياه চিরদিনই তাহার প্রভাবহীন ছিলেন না । এই ব্রাহ্মণসমাজ বৈদিক যুগে জ্যোতিষশাস্ত্র ও গ্রহবেধ প্রণালীর উদ্ভাবনকৰ্ত্ত । র্যাকদিগকে সিদ্ধান্তকারগণ, সাক্ষাৎ সূর্য্যের অবতার বলিয়া স্বীকার করিয়াছেন, সেই ভারতগৌরব বরাহমিহির, আর্য্যভট প্রভৃতি মনীষিগণ এই শাকদ্বীপি ব্রাহ্মণবংশে জন্মিয়াই জ্যোতিষ শাস্ত্রের প্রভূত উৎকর্ষ বিধান করিয়াছেন । ইঙ্গার নানাপ্রকার ধৰ্ম্মবিপ্লব, রাজবিপ্লব ও সমাজবিপ্লবে অবসর হইলেও এখনও জ্যোতিষ শাস্ত্রকেই বুকে স্ত্রা কড়াইয়া ধরিয়া রাখিয়াছে । ব্ৰাহ্মণ দিগের মধ্যে যাহারা বিদ্বান তাহার। অধিক সম্মনাৰ্হ্য। বিদ্বানদিগের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহাদের সম্মান আরও বেশী । ব্রাহ্মণেষু চ বিদ্বাংসো বিদ্বৎস্থ কৃতবুদ্ধয়: । জ্যোতিষ শাস্ত্রের আলোচনা কিরূপ বুদ্ধিমত্তার পরিচায়ক, তাহা শিক্ষিত লোকমাত্রই বুঝিতে পারেন । এজন্য অন্য ব্রাহ্মণ অপেক্ষা গ্রহবিপ্ৰগণের পূজা, ভোজনাদিতে ফলাধিক শাস্ত্রে বর্ণিত হইয়াছে । এই বুদ্ধিমান শাকদ্বীপি ব্রাহ্মণ সমাজই শিল্প শাস্ত্রেরও প্ৰবৰ্ত্তক । ইহার গ্রহদর্শনার্থ নানাবিধ যন্ত্ৰ নিৰ্ম্মাণ এবং ভিন্ন ভিন্ন ধাতু দ্রব্য দ্বারা ভিন্ন ভিন্ন গ্রহের ও র্তাহাদের অধিদেব প্রত্যধিদেবের মূৰ্ত্তি নিৰ্বাণ করিয়৷ পূজা করিতেন । ক্রমশ: অন্য দেবতার পুজা প্রচলিত হইলেও ইহারাই সকল দেবতার মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করাষ্টয়া যজমানের বাড়ী পূজা রিতেন এজন্য শাস্ত্রে বর্ণিত হইয়াছে যে, শাকদ্বীপি ব্রাহ্মণ ব্যতীত অন্ত ব্রাহ্মণ দেবপূজা করিলে তাহার দেবল নামে পরিচিত ও স্বনাৰ্হ্য হইবেন । যখন মুত্তিকার শিল্প প্রচলিত হয়, তখনও মুত্তিকা দ্বার। শিবলিঙ্গ প্রজ্ঞ করিয়া পূজা করার স্তায় এই ব্রাহ্মণ শ্রেণীই মৃত্তিকা দ্বারা দেবমূৰ্ত্তি প্রস্তুত করিয়া ৰজমানের মঙ্গলকামনায় পূজা করিতেন। অধুনা