পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ዓ● গ্রহবিপ্র ইতিহাস অক্ষর অগ্নি পূজা প্রবর্তক ঋষি জরথুস্ত্রের প্রবর্তিত । ইনি মিহির গোত্র সদ্ভূত ঋঞ্জিশ্ব নামক ঋষির পুত্র। গোত্র মিহির মিত্যাহ ব্ৰতং তু ব্রাহ্ম মুত্তমম্। ঋজিশ্ব নাম ধৰ্ম্মাত্মা ঋষি রাসীৎ পুরানঘ | ( ভবিন্য পুরাণ ১৩৯ অধ্যায় ) আসাম প্রদেশের অন্যতম প্রসিদ্ধ নেতা নবীনচন্দ্র বরদলৈ প্রভৃতি বহু প্রসিদ্ধ পরিবারে ও পশ্চিম ভারতে কোন কোন শাকদ্বীপি ব্রাহ্মণ ংশে মিহির গোত্র দেখা যায় । ইহার সহিত এই হাতে ঘড়ি দেওয়ার প্রথার কোন সম্বন্ধ আছে কিনা তাহাও প্রত্নতত্ত্ব বিং পণ্ডিতগণের গবেষণা করা উচিত । এই স্বপ্রাচীন এহ্মিণ বংশের ইতিহাস ও সামাজিক ব্যবহার আলোচনা করিলে, বহু লুক্কায়িত ঐতিহ্য তত্ত্ব পাওয়া যাইবে বলিয়া আমার বিশ্বাস । কবি বলিয়াছেন— যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই । মিলিলে মিলিতে পারে লুকান রতন ॥ এই প্রাচীন সূর্ধ্যোপাসক ব্রাহ্মণ সমাজের উপর দিয়া বহু ধৰ্ম্মৰিপ্লবের ঝঞ্জাবাত প্রবাহিত হইয়াছে। বর্তমান সময়ে যে রথযাত্রা হইতেছে, তাহাও সৌরধৰ্ম্মের রূপান্তর মাত্র। স্বৰ্য্য, বিষুব রেখায় অবস্থিত হইলে যখন দিনরাত্রি সমান হয় তখন, আষাঢ়ে উত্তরায়ণ বিন্দুতে অবস্থিত হইলে এবং মাঘে দক্ষিণায়ন বিন্দুতে অবস্থিত হইলে সুৰ্য্যের রথযাত্রা হইত। বর্তমান সময়ে ইহা বৈষ্ণব পর্বে পরিণত হইয়াছে। বৈশাখমাসে পুষ্পরথ, আষাঢ়মাসে জগন্নাথের রখ ও মাঘমাসে মাঘীসপ্তমীতে রথাখ্যা সপ্তমী নামে ব্যবহৃত হইতেছে । ব্ৰহ্মোবাচ। দেৰাদিত্য। বিমানস্থ রথযাত্রা প্রভাবতঃ । ক্রীড়ন্তে বিবিধৈ ভোগৈঃ সৰ্ব্বাতঙ্কবিবর্জিতা: |