পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস নম: সূৰ্য্যায় পরব্রহ্মণে- “ নম: সবিত্রে জগদেক চক্ষুবে - জগৎ প্রেস্থতি স্থিতিনাশ হেতবে : ত্রগ্বাময়ায় ত্রিগুণাত্মধারিণে বিরিঞ্চি নারায়ণ শঙ্করাত্ম নে ॥ ( আদিত্যহৃদয়স্তবে শ্রীকৃষ্ণেক্তি: ) ভগবান ক্লষ্ণচন্দ্র অজুনকে বলিয়াছেন—জগতের চক্ষুস্বরূপ, জগতের স্পষ্টস্থিতি প্রলয়কৰ্ত্ত, গদ্য, পদ্য ও সঙ্গীত এই ত্রিবধ বেদচতুষ্টয়েৰ প্রকাশক, ত্রিগুণময়, ব্রহ্মা বিষ্ণু ও শিবাত্মক স্বৰ্য্যদেবকে নমস্কার । প্রস্তাবন৷ স্বপ্রাচীন বৈদিকযুগে আর্য ঋষিগণ নানা প্রকার যন্ত্র দ্বারা গ্ৰহ নক্ষত্র পৰ্যবেক্ষণ করিয়া তাহাদিগের গণনার প্রণালী নিৰ্দ্ধারণ করিয়াছেন। ক্ষীরোদ সমুদ্রের তীরবর্তি শাকদ্বীপেই গ্রহবেধ করিবার প্রথা প্রথম প্রবর্তিত হয়। শাকদ্বীপি মহিধিগণ জ্যোতিষ শাস্ত্রের বিশেষ উন্নতি সাধন করিয়া গিয়াছেন । ইহার স্বষ্টি স্থিতি প্ৰলয় কর্তা জ্যোতিৰ্ম্ময় ভগবান্‌ কুর্ষা নারায়ণ ও তাহা হইতে নিঃস্থত গ্ৰহগণের উপাসনা করিতেন।