পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস סי צ বিশ্বকৰ্ম্ম প্রতিকল্পে সপ্ত সমুদ্র, সপ দ্বীপ, পৰ্ব্বত যুক্ত এই পৃথিবীর বিভাগ করেন । ষ্ঠাব্য ভূমী জনয়ন দেব একঃ ॥ ঋগ বেদের দশম মণ্ডল ৮১ স্থক্তে বিশ্বকৰ্ম্মার বর্ণনায় তাহাকে দিব, ও ভূমির জন্মণত বলা হইয়াছে। স্বতরাং বিশ্বকৰ্ম্ম কর্তৃক দিব, ও পৃথিবী এই দুইভাগে বিভক্ত পৃথিবীর অধপতি স্বৰ্য্য এই ঐতিহাসিক রূপকই প্রতিভাত হইতেছে । প্রথমে যে দেশে আদি মানব বা দেবগণের বসতি ছিল তাঙ্গ। দিব । তাহারই ছায় । উপনিবেশ বা পরবর্তি বাসস্থান পৃথিবী নামে অভিহিত । “দ্যে রাসীং পূৰ্ব্বচিত্তেঃ ॥ দেবলোকে বৈ সাম। দৈবলোকাদেব অন্তং অন্তং মন্ত লোকং প্রত্যবরোহন্তে। যস্তি । ( কৃষ্ণযজুবেদ ৬২৷২৩ অ ) পৃথিবী দিব ও পৃথিবী এই দুইভাগে বিভক্ত জন্ম হ দিব, ও পৃথিবীতে বিখ্যাত এইরূপ প্রয়োগ নানা পুবাণে বহু স্থানে দৃষ্ট হয় । তাভ্যাং নামাঙ্কিতে দেশঃ পশ্চিমে বহুবিস্তর: । কেতুমাল ইতি থাতো দিবি চেহ চ সৰ্ব্বশ: | fদবি চেহ চ বিখ্যাত উত্তরঃ কুরবঃ সদা ॥ ( বায়ুপুরাণ ৩৫ সৰ্গ ) পূৰ্ব্ব বৰ্ত্তি এই সকল রূপক প্রভূতি হইতে জানা যায়, যাহাতে দেব গণের বাস স্থান তাহা দিব ও যাহা মন্থর সন্তান বা মানবগণের বাসস্থান তাঙ্গ পৃথিবী নামে খ্যাত ছিল। মন্ত্র, ভরত নামেও অভিহিত হইতেন, এজন্য মন্ত্রর সন্তান গণের বাসস্থান পৃথিবী, ভারত নামেও খ্যাত । ভরণাৎ পোষণাচ্চৈব মন্ত্র ভরত উচ্যতে । ( মৎস্তপুরাণ ১১৪ অধ্যায় )