পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३२ গ্রহবিপ্র ইতিহাস আগমন করিয়াছেন । এবং ভারত জম্বু দ্বীপের অন্তর্গত বলিয়া শাস্ত্রে বর্ণিত হইয়াছে। ক্ষীরোদ সমুদ্র । মেরুর পশ্চিমদিকে মেরুপৰ্ব্বত হইতে নিঃস্থত ক্ষীর ধারা হইতে ক্ষীরোদ হ্রদ বা ক্ষীরোদসমুদ্র নামে একটা হ্রদ উৎপন্ন হইয়াছে । ইহা হইতে চন্দ্র উৎপন্ন এজন্য এই হ্রদকে চন্দ্রসরোবরও বলে । কোন কোন পুরাণে বর্ণিত হইয়াছে, ক্ষীরোদ সমুদ্রের উত্তরতীরে অবস্থিত হরিবর্ষে শাস্তম্ভ নামক ঋষির স্ত্রীকে দেখিয়া ব্ৰহ্মাব রেতঃক্ষরণ হইয়াছিল, তাঙ্গ হইতে যে হ্রদের উৎপত্তি তাহাকে বিন্দু সরোবর বলে। এই ক্ষীরোদ সমুদ্র ও ক্রমশঃ বিন্দু সরোবর হইতে জন্তু সরস্বতী প্রভৃতি ৭ট নদী বহির্গত হইয়াছে । এই জম্বু নদী জম্বুদ্বীপে প্রবাহিত ছিল । জম্বু নদীর বালুক হইতে স্বর্ণরেণু সংগৃহীত হইত, এজন্য স্বর্ণের নামান্তর জাম্বনদ । তস্ত শৈলস্য ( মেরোঃ শিখরাং ক্ষীরধারা নরেশ্বর । বিশ্বরূপাপরিমিত ভীম নির্ঘাত নিস্বনাঃ । পুণ্য পুণ্যতমৈৰ্জ ষ্ট। গঙ্গা ভাগিরথা শুভ। প্লবস্তীব প্রবেগেন হ্রদে চন্দ্রমস: শুভে । ভয় স্থাৎপাদিত্তঃ পুণ্য: স হ্রদঃ সাগরোপমঃ । ( ভীষ্ম পৰ্ব্ব ৬ অধ্যায় । ) মেরোঃ পশ্চাৎ প্রভবতি হ্রদ শ্চন্দ্রপ্রভো মহান । তত্র জাম্বু নদী পুণ্য যস্য জাম্বুনদ শুভম | ( ব্রহ্মাও পুরাণ ৫ • অধ্যায় )