পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইত্তিহাস ΨδΦ জম্বু দ্বীপাধিপং বিষ্ণুং তত্র চৈব নিবেশয়েৎ । প্লক্ষে সোমং শান্মলে বায়ুরূপং কুশদ্বীপে ব্ৰহ্মরূপং পুরাণং। ক্রৌঞ্চে রুদ্রং শাকসংঞ্জেতইথ কুর্ধ্য" ব্রাহ্মরূপং পুষ্কবে দেবদেবং ॥ ততে বিপ্রান পূজ্য তেষাং ক্রমেণ তাং দাপয়েন্মস্ত্রপূৰ্ব্বং তথৈব । সোমং বাম্বং ব্ৰহ্মরূপঞ্চ চন্দ্রং তথা কুর্ষ্যং ব্রহ্মণেরূপ মাদ্যং ॥ { হেমাদ্রি দান খণ্ড ৫ অধ্যায় । ) এই দানে বল হইয়াছে ব্ৰহ্মাৰ আদ্য রূপধারী ভগবান স্বৰ্য্যকে শাকদ্বীপে স্থাপন করিয়া পূজা করিবে এবং সূর্য্যোপাসক ব্রাহ্মণদিগকে শাকদ্বীপ ও স্বৰ্য্য মূরি দান করবে। পূৰ্ব্বে বলা হইয়াছে ভগবান স্থধ্য, ব্ৰহ্ম ( বেদ ) পাঠ করিতে করিতে জন্ম গ্রহণ করার আদি ব্ৰহ্মা নামে কথিত হইতেন । পরে দ্বিতীয় ব্রহ্মা মেরু হইতে উত্তর দিকে গমন করিয়া সোমগিরিতে উত্তর কুরু বর্ষ বা মহামেরুতে বাস করিতেন, তিনি চন্দ্র রূপধারী দ্বিতীয় ব্ৰহ্মা । হেৰাদ্রির বাকোণ তাহাই প্রতিভাত হইতেছে। এই দ্বিতীয় ব্ৰহ্মা হইতে বহু ব্রাহ্মণের জন্ম হইয়াছে । বরুণের যজ্ঞে অগ্নি নামক ব্ৰহ্ম৷ হইতেও বহু ব্ৰাহ্মণের উৎপত্তি বায়ুপুরাণাদিতে বর্ণিত আছে। স্বতরাং অগ্নিও ব্রহ্ম। এজন্য আমরা বেদে ও ভৰিষ্যপুরাণাদিতে সোমাত্ৰাহ্মণ, আগ্নেয়ুব্রাহ্মণ ও আদিত্যব্রাহ্মণ নামে তিন প্রকার ব্রাহ্মণের উল্লেখ দেখিতে পাই । ইহা পরে যথাস্থানে বর্ণিত হইবে ।