পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br গ্রহবিপ্ৰ ইতিহাস ধাতে ব্যভহারে বক্তমানাৎ উদীচাং আচাৰ্য্যাণাং মতেন ত্ত, প্রত্যয়েভবতি । মাতর পিতরেী” ছতি উদীচাং আচাৰ্য্যাণাং মতেন অরঙাদেশে মাতৃ শব্দস্ত নিপ। তাতে মাতর পিতরে ( মতা চ পিতা চ তো ) উদীচামিতি কিম্ ? মাতা পিতরে । এঙ, প্রাচাং দেশে ১।২।৩৫ ভোজকটীয়: গোনদীয়: । প্রাচামিতি কিম ? দেবদত্তে নাম বাহলাকেশ্ব গ্রাম; তত্র ভবঃ দৈবদত্তঃ । বুদ্ধাৎ প্রাচ্যম্ ৪।২।১২০ অত্র বামনঃ—প্রাগ দেশ বাচিনো প্রতিপাদিকাৎ ঠঙ, প্রত্যয়েভবতি । শাক জম্বুক । গান্ধার দেশের অন্তর্গত শলাতুর গ্রামবাসী দক্ষিী পুত্ৰ, ভগবান পাণিনি বলিয়াছেন; বাহুলীক দেশ উদীচ্য দেশ এবং শক ও জম্বুদেশ পূৰ্ব্ব দেশ। পূৰ্ব্বে বলা হইয়াছে শকদ্বীপের রাজধানী শাকলনগৰ পঞ্জাবের অন্তর্গত । সুতরাং পাণিনির দেশ হইতে ইহা পূৰ্ব্বদেশ কিন্তু এই স্থান এবং সিন্ধুনদীর উভয় তীরস্থ গন্ধৰ্ব্বদেশ বৰ্ত্তমান সাগর সংবৃতদ্বীপ নামক এই ভারতবর্ষের অন্তর্গত না থাকায় পৃথক্ বর্ণিত - ইয়াছে । এবং গন্ধৰ্ব্বদেশে ও শাকদ্বীপে জন্ম গ্রহণের কামনায় ব্রতোপবাস শাস্ত্রে নির্দিষ্ট হুইয়াছে । গন্ধৰ্ব্ব দেশের অন্তর্গত গান্ধার দেশ জয় করিয়াই ভরত নিজপুত্র তক্ষকে তক্ষশীলা ও পুষ্কলকে পুষ্কলাবত (পেশোয়ার) নগরে প্রতিষ্ঠিত করেন । অয়ং গন্ধৰ্ব্ব বিষয়; ফfমুলোপ শোভিতঃ । সিন্ধোক্কভয়তঃ পাশ্বে দেশ; পরম শোভন । রামায়ণ উত্তরকাও ১১৩ অধ্যায় । ।