পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 গ্রহবিপ্র ইতিহাস গাগ্য মঙ্গিরসঃ পুত্ৰং ব্রহ্মর্ষি মমিতপ্রভং । শ্ৰুত্ব তু রাঘবে ধামান মহৰ্ষিং গাগ্য মাগতম। প্রত্যুদগম্য চ কাকুৎস্থ ক্রোশমাত্ৰং সহাযুজ । গাগ্যং সংপুঞ্জয়ামাস যথা শক্রে বৃহস্পতিম্। ( রামায়ণ, উত্তরাকাও ১১৩ অধ্যায় । ) এই মধ্যদেশে সরস্বতী নদীতীরে ভদ্বংশীয় মহর্ষি গৰ্গ বাস করিতেন । জ্যোতিষশাস্ত্র অধ্যয়নের জন্ত বহু ঋষি সেই স্থানে গমন করিতেন । তত্ৰ গগং মহাভাগ মৃষয়: সুব্রত ৰূপ : উপাসাঞ্চক্রিরে নিত্যং কালজ্ঞানং প্রতি প্রভেt ॥ ( মহাভাবত, শল্যপক, ৩৭শ অধ্যায় । ) গৰ্গবংশীয় ঋষিগণ এদেশে আসিয় যদুবংশীয় রাজগণের কুলপুরোহিত হইয়া ছিলেন । গৰ্গোত হং যদুবংশস্য চিরকালং পুরোহিত: । প্রস্তাপিতোহহং বন্ধন নান্তসাধ্যে চ কৰ্ম্মণি । অস্তান্ন প্রাশনায়াহং নামাকুকরণীয় চ | গৃঢ়েন প্রেষিত স্তেন তস্ত্যোদযোগং কুরু ব্রজে । ং ব্রহ্মবৈবৰ্ত্ত, কৃষ্ণজন্ম থও, ১৩ অধ্যায় । ) গর্গবংশীয় ঋষি, বসুদেব কর্তৃক মন্দালয়ে ব্রজে প্রেরিত হইয়া নন্দকে বাললেন, বসুদেব গোপনে আমাকে পাঠাইয়াছেন, আমি যদুবংশের চিরকাল কুলপুরোহিত সুতরাং কৃষ্ণের অন্নপ্রাশনাদি কাৰ্য্য আমারই সম্পাদনায় । শাস্ত্ৰই ইহার অন্নপ্রাশন ও নামকরণের উদযোগ করুন । নন্দস্তাত্মজ উৎপন্নে জাতাহলাদে। মহামনাঃ । আহ্রয় বিপ্রান দৈবজ্ঞান জাতকৰ্ম্মাদিকাঃ ক্রিয়াঃ । কায়ামাস বিধিবত ৷ ইত্যাদি । ( ভাগৰত, ১ • স্কন্ধে কৃষ্ণজন্মে । )