পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস やり○ حمي দেব, এই স্থানে অবস্থান করিয়ু তপস্যা করিয়াছিলেন । নিত্য, অক্ষর, অব্যক্ত, পুরুষ ব্ৰহ্মা নামে অভিহিত সহস্রাংশু প্রজাপতি, প্রজা সকল স্বষ্টি কবিয়া স্ব:ং দ্বাদশ ভাগে নিজকে বিভাগ করতঃ অদিতির গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন । ইন্দ্র, ধাতা, পজন্য, পূষা, ত্বষ্ট, অৰ্য্যমা, ভগ, বিবস্বান, বিষ্ণু, অণ্ড, বরুণ, মিত্র, এই দ্বাদশ ভাগে পরমাত্মা স্থৰ্য্য দে ; িভক্ত গুইসা মূৰ্ত্তি দ্বার সমস্ত জগতে ব্যাপ্ত হইয়াছেন । সেই আদিজ্যের প্রথম মূদ্ভিব নাম ইন্দ্র, তিনি দেবগণের শাসন কার্য্যে নিযুক্ত আছেন । তাহার দ্বিতীয় মুষ্ট্রির নাম ধাত, ইনি প্রজাপতির কার্ষ্যে ও বিবিধ প্রজা স্বল্প কার্য্যে নিযুক্ত । তৃতীয় মৃত্তি পজ্জন্ত, জলবর্ষণ কার্য্যে মেঘে অবস্থিত । চতুর্থ মুক্তি পুষ, প্রজপোষণার্থ অন্নে অবস্থিত । ত্বষ্ট। নামক পঞ্চম মন্তি, বনস্পতি ও ঔযধীতে বিদ্যমান । অয্যম নামক ষষ্ঠ মৃষ্টি, বায়ু সঞ্চরণার্থ দেহে অবস্থিত । সপ্তম ভগ নামক মুষ্টি, ভূমি ৪ প্রাণিগণেব দেহে স-স্থিত । অষ্টম বি স্বান নামক মন্তি, অগ্নিষ্ঠে অবস্থিত হইয়। প্রাণিগণের তাম্ন পরিপাক কবেন । নবম বিষ্ণু নামক মুৰি, দেবগণের শত্রুদিগের বিনাশের জন্ত প্রাঢ় স্থত হন। দশম অংশুমান নামক মৃষ্টি, বায়ুতে থাকিস্থা প্রাণিগণকে আহলদিত করেন । একাদশ বরুণ নামক মৃষ্টি, জলে বিদ্যমান থাকিয়। প্রাণিগণকে জীবিত রাখেন । সমুদ্র জলের স্থান, বরুণ জলে অবস্থিত এজন্য সমুদ্রকে বরুণের আলয় বলা হয় । দ্বাদশ মিত্ৰনামক মৃষ্টি, চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত । এই মিত্রনামক স্বৰ্য্য নানাবিধ বর দ্বারা ভক্তগণকে অনুগৃহীত করিয়া লোকহিতার্থ বায়ুভক্ষণকরত: তপস্যায় নিযুক্ত আছেন। এই আন্ত স্থানেই শাম্ব কর্তৃক নগব নিৰ্ম্মিত হইয়াছে । এই স্থান মিত্র দেবের নামানুসারে মিত্রবন নামে অভিহিত ।