ভূমিক৷ -se&co এতদ্দেশে যে২ প্রাচীন ইতিহাস গ্রন্থ আছে তাঙ্কাতে গ্রন্থকৰ্ত্তার। অনেক অসম্ভব বর্ণনা করিয়াছেন, তন্নিমিত্ত সমূলক ইতিহাস প্রায় পাওয়া যায় না; সুতরা সত্য ইতিহাস পাঠে লোকদের যে অশেষ উপকার হইতে পারে তাহা এতদেশীয়দের হয় না। ইউরোপস্থ প্রাচীন বা ইদানীন্তন তাবৎ দেশের ইতিহাস প্রায় প্রথমাবধিপ্রাপ্তব্য, তাহা গৌড়ীয় ভাষায় ভাষান্তর করণ ভিন্ন এতদ্ধেশীরদের কর্তৃক ইতিহাস পাঠের উপকার প্রাপ্তির অন্য উপায় নাই। অতএব ইরাজী বিদ্যাভ্যাসে নিযুক্ত বালকদিগের প্রাচীন ইতিহাস জ্ঞান সুগমের নিমিত্ত, এবং র্যাহার। ইংরাজী ভাষা জ্ঞাত নছেন তাহাদিগেরও এই ইতিহাস অবগত হুইবার কারণ আমি ডাকটর গুলুস্মিথের গ্রীক দেশের সক্ষেপ ইতিহাস নামক প্রসিদ্ধ ইরাজী গ্রন্থ বাজ্বালা ভাষায় প্রস্তুত করিলাম। অন্যান্য প্রাচীন দেশের ইতিহাস পরিত্যাগ করিয়া আমার গ্রীক ইতিহাস ভাষান্তর করণের কারণ এই, যে গ্রীকদের ইতিহাসে তৎপূর্বগুত অন্য জাতীয় সকলের ইতিহাসগ্রেক্ষা অধিক উপদেশ পাওয়৷ যায়। বাঙ্গাল ভাষার জ্ঞানেচ্ছুক ইউরোপীয়দেরও ইহাতে কিঞ্চিৎ উপকার দর্শিতে পারিবে ।
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।