নিমিত্ত নানা উপায় করিয়া অতি সাহস পৰ্ব্বঙ্ক প্রতিরোধ করে, এই প্রযুক্তই ইহার বৃত্তান্ত প্রাচীন ইতিহাসের মধ্যে অতি প্রসিদ্ধ আছে। যুদ্ধারম্ভের পর তৃতীয় বর্ষে লাসিডিমোনীয়ের। “ ঐ স্থান আক্রমণ পৰ্ব্বক চণ্ডুগি প্রাচীর স্বারা বেষ্টন কবিয়া তাহার উপর দুর্গ নষ্ট করিবার যন্ত্র নির্মাণ করিতে উদ্মোণ করিল। পুটায়ের - ইহা দেখিয়া আপনাদের নগর প্রাচীরের উপর অন্য এক কাষ্ঠপ্রাচীল নিৰ্ম্মাণ করিল । ইহাতে বোধ হয় যেন প্রধানত্বের কারণ ঐ উভয় প্রাচীরের বিবাদ উপস্থিত হইয়াছিল। পরে পুটীয়ের* ঐ প্রাচীরের প্রতি আর মনোযোগ না করিয়া নগরের ভিতর অৰ্দ্ধচন্ত্রাকৃতি অন্য এক প্রাচীর নির্মাণ করিল, তাছার অভিপ্রায় এই, যে বাহিরের প্রাচীর ভগ্ন হইলে তাহার। ঐ নূতন প্রাচীরের পশ্চাতে আশ্রয় লইতে পারবে। সেই সময়ে আক্রমণকারির আপনাদিগের যন্ত্রের উপর উঠিয়া প্লাটীয়া † নগরের পর্ব প্রাচীর অতি ভয়ঙ্কর রূপে উৎপটন করিল। ইহাতে নগরবাসির ভীত হইয়াছিল বটে, কিন্তু একেবারে অভরসান্বিত ন হইয়া নানা প্রকাব উপায় করিতে লাগিল ; যথা যে সকল যুদ্ধার্থ মেষ যন্ত্র তাহাদিগের প্রতিকূলে আসিতে লাগিল, তাহণ রুজু ও ফিক্নদ্বারা ধরিয়। তাছাদেৰ শক্তি হ্ৰাস করিতে লাগিল। আক্রমণকারির এইরূপ আক্রমণ করা বিফল দেখিয়। এৰ^ আtপনাদের মঞ্চের সম্মুথে নতন প্রাচীর দেখিয়। অভিযোগদ্বারা ঐ স্থান অধিকার করিবার আশয়ে নিরাশ হইল; পরে তাহারা ঐ নগর দগ্ধ করিতে চেষ্টা করিয়াছিল, কিন্তু অকস্মাৎ বৃষ্টি হওয়াতে তাহাও হইতে পারিল না । এই প্রযুক্ত চতুদিকে ইষ্টকের এক প্রাচীর নির্মাণ করিয়া তাহার উভয় পাশ্বে অতি গভীর গৰ্ত্ত খনন করিয়া ঐ নগর একেবারে বেষ্টন করিল। এই প্রাচীর
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।