39 তাহাৰ। শীত কাল যাপন করিতে নেক্সসে + ও কাটানায় + • শিবির করণ স্থির করিল। পরে বসন্ত কালে অtখীনীfহইতে কতক অশ্বারূঢ় সৈন্য এবপ২ ভক্ষ ও যুদ্ধ দ্রব্য আসতে নাইলিয় - লাইরেকুস নগরের সমুদ্র ও স্থলপথ রুদ্ধ করিয়া বেষ্টনার্থে প্রতিজ্ঞা করিলেন । তন্নিমিত্ত নগরের সন্নিকটে ইপিপোলি নামক উচ্চপৰ্ব্বত অধিকার করিলেন, তাহাতে উড়িতে এক উচ্চনীচ কদৰ্য্য পথ মাত্র ছিল । ঐ স্থান যে অতিশয় লাভজনক ইহা সাইরে কুলীয়েরা জানিয়া মাইসিয় - তাহ অধিকার করিতে না পারেন, সাধ্যানুসারেএমত চেষ্টা করিযtছিল ; কিন্তু নাইসিয়ু * এমত গোপনে সেনাদিগকে লইয়া গিয়াছিলেন, যে তাহার। সেই কথা অবগত হইতে না হইতে তিনি তাহা অধিকার করিলেন । আর সাত শভ সেন তাহাকে উদস্ত করিতে আসিয়াছিল, তিনি তাছাদিগকে পরিহার করিয়া তাহীদের অধ্যক্ষ ও তিন শত সেনাকে নষ্ট করিলেন । পরে তিনি সেই স্থানে এক দূর্ণ নির্মাণ করিয়া সাইরেকুস নগরের সহিত বহির্দেশের কোন প্রকার স^যোগ না থাকে এমত করিয়া ঐ নগর বেষ্টন করিতে লাগিলেন । এই কর্মের সময় অনেক ক্ষুদ্ৰং যুদ্ধ হইয়াছিল, তন্মধ্যে এক যুদ্ধে লামাথ * হত হইয়াছিলেন, ইহাতে অধ্যক্ষতার তাৰৎভারই নাইসিয়ের * উপর হইল। পূৰ্ব্বোক্ত ঐ যুগলইবার নিমিত্ত সাইক্লেকুমীয়ের * পুনৰ্ব্বার চেষ্টা করিয়াছিল ; সে সময় নাইসিয় - দুর্গমধ্যে পীড়িত হইয়া শয্যাগত ছিলেন, নিকটে কেবল ভূত্যেরাই ছিল ; কিন্তু শত্রুর দুর্গপ্রবেশ করিতেছে দেখিয়া তিনি গাত্রোথান করিয়া কলে ও চতুৰ্দ্দি গন্থ কাষ্ঠে অগ্নি লাগাইয় দিলেন ; ইহাতে এই উত্তম ফল দশিল,যে তাছার নিজ সেনারা ইঙ্গিত বুৰয় তাহার সহায়
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।