$్చ অল্পত প্রযুক্ত গিলিপ * নিজপদাতিক সৈন্য সকল শৃঙ্খল পূৰ্ব্বক • রাথিতে পারেন নাই এৰণ অশ্বাস্ত্বঢ়েরাও কোন কায করিতে পারে নাই। কিন্তু গিলিপ * মহত ও সূযোর্থ অতএব আপনারই সকল দোষ স্বীকার করিয়া সেমাদিগকে কহিলেন, তোমাদের কোন অপরাধ নাই, সে যtহাহউক, অামার ও তোমাদের সম্মান যাহাতে পুনরুদ্ধার করিতে পার এমত সূযোগ আমি শৗস্তু করিব ; তদনুসারে তিনি পরদিৰস শহুদিগকে এক স্বায়ত্ত স্থানে আক্রমণ করিয়া সৰ্ব্বতোভাবে জয়ী হইলেন ; ইহাতে বোধ হয় স্থান বিশেষও যুদ্ধে জয় কিম্ব পরাজয়ের কারণ হয়। এই প্রযুক্ত নাইসিয় * কেবল আত্মরক্ষা করিতে বাধিত হইয়া বড় ঘাটের নিকটস্থ পুেমিরিয় t নামক স্থানাধিকার করিলেন, এব^ তথায় তিনট দূর্গনির্মাণ করিয়া তন্মধ্যে প্রবিষ্ট হইয়৷ রছিলেন ; এই সময় কোরিস্থ f হইতে লাসিডিমোনীয়দের * সহায়তার কারণ কতক সৈন্য অাসাতে তাহাঁদের অতিশয় শক্তিবৃদ্ধি হইল। নাইসিয়” স্বদেশীয়দিগকে আপন দূরবস্থা জ্ঞাত করাইতে অর্থনীতে f এক পত্র পাঠাইলেন, তাহাতে এই লিথিয়াছিলেন যে সাইরেকুসীয়দিগকে * ৱেষ্টন করা দূরে থাকুক বর^ তাহদের ও তাহদের বন্ধুদের কর্তৃক আপনিই বেষ্টিত ইইয়াছি, ও তাবৎ নগর আমাদিগেব ৰিপক্ষহইয়াছে, আর দাস ও বেতনাপেক্ষি সেনারা তাবতেই আমাকে পরিত্যাগ করিয়াছে এব^ নিজ সৈন্যেরা কেবল দুৰ্গরক্ষা ও খাদ্য দুৰ্য আহরণ করণে নিযুক্ত আছে, কিন্তু আহার অানিবার সময় তাহদের মধ্যেও অনেকে অশ্বারাশঙ্কুর দ্বারা নষ্ট হইয়াছে । তিনি ঐ পত্রে আরও লিখেন, যে আমি প্রথমে যত সৈন্যের সহিত আসিয়াছিলাম, তত সৈন্য পুনৰ্ব্বার না আইলে কোন আশা করা বৃথা । সে যাহাহউক
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।