לגג শয় শঙ্কান্বিত হইল। পূর্বকালে এই রূপ ঘটনা হইলে তিন দিবস পর্যন্ত যাত্র। স্থঙ্কিত করিবার রীতি ছিল ; কিন্তু খুসিডাইডি * কছেন যে ভৱিষ্যদ্বক্তাদিগকে এই বিষয় জিজ্ঞাসা করাতে তাহার। এই উত্তর করিয়া ছিলেন, আথানীয়দিগকে সাতাইশ দিন পর্যন্ত বিলম্ব করিতে হইবে, তাহাতে লোকেরা ভাবিয়াছিল যে এই স০১থ্যার কোন গুপ্ত কারণ অৱশ্যই থাকিবে। নাইসিয়ের “ ঐ অজ্ঞান প্রবঞ্চকদের প্রতি সমূর্ণ শুদ্ধা ছিল, এৰপ২ তাহদের কথা অমান্য করিলে পাছে অপরাধ হয় এই শঙ্কায় তিনি কছিলেন আমি আগত মাসের পূর্ণ চন্দ্র দর্শন না করিয়া যাত্রা করিব না ; এই কথাতে ৰোধ হয় যে তিনি যেন মুক্ত হওন কালীন চন্ত্ৰ দেখিতে পান নাই। অনন্তর সাইরেকুলীয়ের • আধীনীয়দের * গমনের ইচ্ছা জানিয় তাহারা অনায়াসে প্রস্থান করিতে ন পারে তন্নিমিত্তে প্রতিজ্ঞ করিল, বরণ সাধ্য হইলে তাহাদিগকে একেবারে নষ্ট করিতে অথবা যুদ্ধে বদ্ধ করতে ইচ্ছুক ছিল। এই নিমিত্ত তাছারা উহাদের দুর্গ সকলের শীঘু আক্রমণ করাতে কিঞ্চিৎ উপকার দর্শিল, এই প্রযুক্ত তাহার পরদিনও ঐ রূপ আক্রমণ আরম্ভ করিয়া অtথানীয়দের * ছেয়াশী থান ডিঙ্গার প্রতিকূলে ছেয়াত্তর ডিঙ্গা প্রেরণ করিল, তাহাতে এক ঘোরতর স~গুাম উপস্থিত হইয়া শেষে আখীনীয়েরা • পরাভূত হইল ; এব^ শজুদের কর্তৃক তাহাঘের অষ্টাদশ থান ডিঙ্গ অপহৃত ও তন্মধ্যস্থ নাৰিক সকল হত হইয়াছিল ; আর তাহদের অধ্যক্ষ উরিমিডন *ও এই যুদ্ধে হত হয়েল। আন্ধানীয়ের • কোনমতে সমুদ্র দিয়া পলায়ন করিতে না পারে এই নিমিত্ত সাইরে কুলীয়ের * নজর ও শিকলম্বারা কতক ডিঙ্গা শ্রেণী বদ্ধ করিয়া প্রাধান ঘাটের মুখ রুদ্ধ করিল ; ঐ ঘাট
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।