SRS তাহাদের এতাদৃশ ভয় করণের কারণ এই, যে তিনি অনায়াসে রাজ্যাধিপতি হওনে ক্ষমতাপন্ন ছিলেন তাহারণ এমত নিশ্চয় জানিত । এই প্রকারে আপনাদের অসীম শক্তির অসদ্ব্যৰহরিদ্বারা তাহার কোন ২ লোককে হত্যা করিতে লাগিল, কাহাকেও বা দেশান্তর করিয়। তাছাদের বিষয় সমৃত্তি ক্রোক করিতে লাগিল ! নূতন সভা স্থাপন হওনে যাহারা প্রদিবাদী বা অতুষ্ট হইয়াছিল, তাহাদিগকে মিথ্যাপবাদ দিয়া হত্য করিতে লাগিল ; এবe২ যাহার হত্যাকারিদের বিপক্ষে বিচারপ্রার্থনা করিত তাহাদিগকেও ভয় দেখাইত। অপর ঐ চারি শত সভ্য স্থ২ পদে স্থাপিত হইয়া আপনাদের কৰ্ম্ম করণে সৈন্যের সম্মতি পাইবার নিমিত্ত সেম উপদ্বীপে দশ জন দূত পঠাইল । এই স~বাদে সেম † উপদ্বীপস্থ সেনাগণ অতিশয় অ পুষ্ট হইয় গুসিৰালের • পরামর্শানুসারে আতুিবাইএডিকে * স্বদেশে পুনরাহ্বান করিয়া সেনাপতিপদে নিযুক্ত করিয়া কহিল, তুমি আমাদিগকে পাইরিয় t নামক ঘাটে লইয়া গিয়া ঐ ন হন দৌরাত্ম্য নিবাৰণ কব । কিন্তু আতুি ইএডি • তাহদের ন্যায় চঞ্চল না হইয়া প্রথমে টিসাফনের * সহিত সাক্ষাৎ করিয়া কহিলেন, এই ক্ষণে আমি তোমার সহিত বন্ধুর কিম্বা পলুর ন্যায় ব্যবহার কবিতে গারি। এইরূপে তিনি ঐ সময়ে টিসাফনের * নাম বলিয়। জার্থীনীয়দিগকে * ভয় দেখাইতে লাগিলেন, এব০২ আথানীয়দের * নাম বলিয়া টিসাফনকে * ভয় দেখাইতে লাগিলেন । পরে যখন চারি শত সভ্য আপনাদের নিদোষত জানাইতে সেমে + দূত পাঠাইয়াছিল, তখন সেনাগণ ঐ দূতদিগকে হত্যা করিতে ও পাইরিয়f ঘাটে
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।