HG & দিগকে ঐ রূপে হত্যা করা যাইত । ঐ ব্যক্তি সোফ্রাটি * নামক ৰিখ্যাত পণ্ডিতের শিষ্য ছিলেন, তাহাতে মহাসভার সভ্যদিগের মধ্যে তিনিই কেবল অপেন শিষ্যকে হত্যাকারির হস্ত হইতে রক্ষা কৰিতে বিস্তুর উদ্যম করিয়াছিলেন এৰ^ তাহার মৃত্যুর পর তিনি নগরের চতুদিগে ভূমণ করিয়া মহাসভাস্কৃদিগকে ও নগরবাসিদিগকে ঐ ত্রিপ-শৎজন উপদ্রবির দৌৰাত্ম্যহইতে মুক্ত হইতে উপদেশ ও সাহস দিয়াছিলেন। থির মিনি * জীৱিত থাকাতেই কেবল ঐ অত্যাচারিদের লজ্জা ও ৰাধা পাইবার শস্ক ছিল, কিন্তু এইক্ষণে উপহার মৃত্যু হওয়াতে নিরুদ্বেগ হইয় আপনাদের অপহারকতার ও নিষ্ঠুরতার কিছু মাত্র শেষ সীমা রাথিলেন না। এইক্ষণে কারাবদ্ধ ও অপহরণ, ও হত্যাভিন্ন নগরমধ্যে অন্য কিছু শুন যায় না ; সকলেই আপন২ জন্য ও আপনাদের বন্ধু গণের নিমিত্তে ভৗত হইয়াছিল, এবcs এই সাধারণ ভয়ের সময় দেশ যে কথন স্বাধীন হইবে এমত ভরসা অণর রছিল না । লাসিডিমোনীয়ের * ঐ ত্রিপ~শৎ জন উপদুবির দেীবাজ্যের সহায়তা কবিয়াও সন্তুষ্ট না হইয়া বরণ এমত মন স্থির করিয়াছিল যে কোন অাথীনীয়কে উহাদের হস্তছইতে পলায়ন কৰিতে দিবে না । এই নিমিত্তে তাহারা এই একটা অাজ্ঞা প্রকাশ করিল, যে স্ট্রকের কোন নগরবাসী কোন আথানীয়কে আশ্রয় দিতে পারবে না, ও যাহারা পলায়ন করিবে তাহাদিগকে ঐ ত্রিপ২শৎ জন উপদ্রবির হস্তে দেওয়া যাইবে, এবণ যাহারণ ঐ আজ্ঞা লঞ্জন করিবে তাহাদের পাচ টালাল্ট মুদ্রা দণ্ড করা যাইৰে। গ্রীকের তাবৎ প্রদেশের মধ্যে কেৱল মিগারাf ও থিৰিt নামক নগরদ্বয় ঐ অন্যায় আজ্ঞায় ঘৃণা করিয়াছিল। খিৰি – নগরস্থের ঐ অজ্ঞা বিশেষ রূপে অমান্য করিয়া আপনাদের
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।