ఆ8 পশাঁ সৈন্যের বাম ভাগস্থ প্রায় তাৰৎ, সেনাগণ গ্রীক দর কর্তৃক পরাভূত হইলে পর টিসাফর্ণ* অবশিষ্ট সেনাসহ উহাদের বিপক্ষে যাত্রা করত নদীর তীরে গ্রীকদেৰ লঘু অস্ত্রধারি পদাতিক সৈন্যের মধ্য দিয়া গমন করিতে লাগিলেন, এবং উহারাও তাহার কারণ পথ খুলিয়াদিল । কিন্তু তাহার গমন কালীন তাহারা তাহার উপর বাণ ও বশ নিক্ষেপ করিতে লাগিল, তাহাতে আপনাদের এক জন ও নষ্ট হয় নাই। আমুিপোলি । নিবাসি ইপিস্থিনি * নামক এক জন উপযুক্ত অধিপ গ্রীকদেব অধ্যক্ষ হইয়াছিলেন । টিস্যফর্ণ* নিজসৈন্য অতিদুৰ্ব্বল দেখিয়া কোন প্রকার প্রতিযোগ ন। কবিয়া ক্রমিক গমন কৰত সাইরের * শিবির মধ্যে উপস্থিত হইয়া দেখিলেন, যে ভূপতি তাহ লুট কবিতেছেন, কিন্তু গ্রীকেরণ আপনাদের দ্রব্যাদি জন্য যেস্থান রক্ষা করিয়াছিল তাহা তিনি অপহৰণ করিতে পারেন নাই । অন্যত্রে কি ঘটিয়াছে তাহ গ্রকের * বা আর্টসক্কুি • কিছুই না জানিতে পারিয়া উভয় পক্ষীয়েই আপনাদিগকে জয়ী ভাৰিল । গ্রীকদের এতাদৃশ ভাবনার কাবণ এই যে তাহারা শত্ৰুদিগকে পলায়নোয়ুথ কবিয়া তাহদের পশ্চাৎ ধাবমান হইয়াছিল ; এব^ আর্টসক্কুির - এমত জ্ঞান করণের মূল এই, যে তিনি আপন সহোদরকে নষ্ট করেন, এৰণ যে সেনাগণের সহিত তিনি যুদ্ধ করিয়াছিলেন তাছাদিগকে পরাভব করিয়া তাহীদের শিবির অপহৰণ করেন । যাহা হউক এই ভূম শৗযুই ঘুচিয়াগেল ; কেননা টিসাফণ* শিবিরে উপস্থিত হইবামাত্রেই রাজাকে জ্ঞাত কৰিলেন, যে ট্রকের তাহার সৈন্যের বাম ভাগস্থদিগকে পরাভব করিয়া অনেক দূর পর্যন্ত পশ্চাৎ ং আসিয়াছিল ; এব^ গ্রীকে
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।