33 ব্যৱস্থিত করিলা যথা কেরিসোফের * ঐ স্থানে মৃত্যু হওয়াতে নিয়নকে * তৎপদাভিষিক্ত করিয়া এইরুপ স্থির করিল যে ইহার পর যদ্যপি কেছ কখনও সৈন্য বিভাগ কবিতে প্রসঙ্গ করেন তৰে তাহাৰ মৃত্যু দণ্ড হইৰে। সে যাহা হউক, অতি শীঘু অত্যন্ত আহারের অভাব হওয়াতে তাহারা দেশের নানাস্থানে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল । তথায় ফাণেৰেজের • অশ্বাস্ত্বঢ়েৰ কাল্লি । বাসিদ্বিগের সহিত একত্র হইয়া গ্ৰীক-দেৰ পাচ শত জনকে হত্যা করিল, এৰ• অবশিষ্ট সৈন্যেরা একটা নিকটস্থ পৰ্ব্বতের উপর পলায়ন করাতে সিনোফন * তাহাদিগকে রক্ষা করিয়। প্রথমে কালসিডনী দেশস্থ ক্রিসোপলিতে f লইয়া গেলেন, তৎপরে বিজানসিযতে f অানিলেন । অপর সুথি * নামক খুেলf দেশের রাজার পিতার অধিকার সকল শত্ৰু হস্তহইতে উদ্ধৃত করিয়া দিবার জন্য সিনোফন • আপন সৈন্যের সহিত সালমিডিসা f নামক সমুদ্রমোহনাতে গমন করিলেন । এই প্রধান কৰ্ম্মে আশুয় দিবার জন্য ঐ রাজা সিনোফনকে * ও তাহাৰ সৈন্যদিগকে বিস্তুর ধন দিতে স্বীকার করিয়াছিলেন ; কিন্তু তাহার কৰ্ম্মোদ্ধার হইলে সে ৰাক্য পালন করু। দূরে থাকুক বর~তিনি তাহাদিগকে যে বেতন দিতে চাহিয়াছিলেন তাহাও দিলেন না । এই প্রবঞ্চনার নিমিত সিনোফন - তাহাকে বিস্তর তিরস্কার করিলেন, কিন্তু ইহার দোষ তাহার উপর না দিয়া হিরাকুইডি * নামক উহার মন্ত্রির উপর দিলেন, কেনন। ঐ ব্যক্তি রাজার সত্য পালন করণ যে কৰ্ত্তব্য কৰ্ম্ম তাহা অন্যথা করাইয়া কেএল অাপন প্রভূর কিঞ্চিৎ ধন রক্ষাদ্বারা তাহার নিকট প্রতিপন্ন হইতে চেষ্টা করিয়াছিলেন ।
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।