Ꮌ☽ ☾ খান গ্রন্থ প্রস্তুত করিয়া তাহার নাম সোফ্রাটির • বিনয় পুস্তক রাখিয়াছেন ; তাহ প্রাচীন কালের গ্রন্থ সকলের মধ্যে অতি শ্রেষ্ঠরূপে গণ্য হয়, তাহাব সার ভাগ স~গুহ করিয়া পশ্চাৎ লিখিতেছি । সোফ্রাটির * পৰীক্ষার নিরূপিত দিৱসে উভয় পক্ষ বিচারকর্তাদের সম্মুখে উপস্থিত হইয়। মিলিট - বাক্যের সূত্র তুললেন ; এব^ ঐ পৰোক্ত অপবাদ সকল সপ্রমাণ কৰিবার ভাল সূযোগ না থাকাতে তিনি নানাবিধ উপায় করিয়া সোফ্রাটিকে - দোষী কবিবার চেষ্টায় কোন মতে জুটি করেন নাই। ঐ পণ্ডিত যাহাতে দোষী হয়েন এমত কিছুমাত্ৰ কাৰণ প্রকাশ করিতে অক্ষম হইয়া কেৰল গুগলু বক্তৃতাই করিলেন। ইহাতে সোফাটি • উত্তর করিলেন যে এই ২ রূপ কথায় কিপ্রকারে আমার দোষ বৰ্ত্তে তাহা আমি বুঝতে পাৰিলাম না, এব^ ইহাতে বিচাবাধ্যক্ষদের মনে কিরুপ জ্ঞান হইয়াছে তাহা তাহারাই কহিতে পারেন যেহেতুক মিলিট “ সম্ভব রূপে বিতণ্ডা করিলেন, কিন্তু তন্মধ্যে একটা কথাও সত্য নহে । সোত্রণটির * বিনয় ৰচন এই, যথা হে অাথিনীয়ের • অামাব এই অপৰাদ হইয়াছে যে আমি যুবাদিগকে ধৰ্ম্ম ও রাজ্যৰিষয়ে মন্দোপদেশ দিয়া থাকি; কিন্তু তোমরাও অবগত আছ যে আমার শিক্ষা করান জীবিকা নছে, এৰপ২ কোন ব্যক্তি সমূর্ণ দ্বেষ করিয়াও কহিতে পারেন না, যে আমি কোনকালে শিখাইয়া বেতন লইয়াছি, তাহার প্রমণি অামার দরিদ্রত। আমি দরিদ্র ও আর্থিাদগকে তুল্য জ্ঞান করি, এ নিমিত্তে সকলেই স্বেচ্ছানুসারে আমাকে প্রশ্নোত্তর করিয়া থাকেন ইহার মধ্যে যদ্যপি কেহ ধৰ্ম্মিক হওনাকান্ধী
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।