জাত ত্রয়োদশ জন ক্রমে রাজা ছইয়াছিলেন, তৎপরে হিরাকুডিদের • অধিকার হওনাবধি লোকেরা এক রাজার পরিবর্তে দুই জন রাজাকে অঙ্গীকার করিয়াছিল , ঐ দুই রাজা সমান প্রভূত্বে শাসন করিতেন । এই রূপ পরিবর্ষের কারণ এই, যে আরিষ্টাভিম * নামক এক রাজার মৃত্যু হওয়াতে ইউরিস খিনি “ ও প্রোকু” নামক তাহার দুই যমজ পুত্র উত্তরাধিকারী হইল উছাদিগের আকৃতি এমত সমান ছিল, যে কেহ তাহাদিগকে প্রভেদ করিতে পারিত না ; এৰ^ তাছাদিগের মাত হাদিগের প্রতি তুল্য স্নেহ করণ প্রযুক্ত উভয়কেই সি-২হাসনস্থ করিৰার মানসে এই প্রকাশ করি।-- লেন, যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ তাহ আমি নিশ্চয় রূপে কহিতে পারি না, এই প্রযুক্ত প্রজার উভয়কেই রাজ্যাধিপতি করিল, এই রূপ রােজ্যরীতি অদ্ভুত হইয়াও অনেক শত “বৎসর পর্যন্ত রহিয়াছিল । এই সময়ে হিলেটের * অর্থাৎ স্নার্টার কৃষকের দাসত্ব পাইয়াছিল, যেহেতুক তাহার প্রথম দুই রাজার অনুমতিতে ঐ দেশের অন্য ২ প্ৰজাগণের তুল্য ব্যবহার করিতে পারিত কিন্তু এজি - রাজা তাহ অন্যথা করিলেন, তাহাতে তাহারা তৎপ্রতীকারার্থে অন্ত্রধারী হইয় প্রথমে অতি সাহস পূর্বক যুদ্ধ করিলেও তাহারা পরাজিত হইল। তাহাদিগের এই বিরুদ্ধাচরণ ও উপন্ধুৰেৱ দণ্ড করিবার কারণ রাজ গল্পকায়ের তাহাদিগকে ও তাছাদিগের পুত্র পৌত্রাদিকে চিরকালের নিমিত্তে দাস করিলেন ; এধ-২ ইহাতে তাহার যে রূপ দুৰ্দ্ধশাপন্ন হইয়াছিল, ততোধিক আরও বিশেষণcrয়শন করিবার কারণ তাহাদিগের জাতি ভিন্ন অন্য দাসদিগের নামও ছিলোটু* রাথিয়াছিলেন।
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।