পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇలి হইতে পলায়ন করা উচিত কি না? এই প্রত্বের ভাৰ এই যে কোন ব্যক্তির উপর ন্যায় বা অন্যায়রপে মৃত্যুর আজ্ঞা হইলে, তিনি যদ্যপি পলায়ন বা অন্য প্রকারে भूङ इन्द्रन তৰে তাহার অপরাধ হয় কি না? পরে সোফাটি * আপনিই -কহিলেন যে তাঁহাতে অৰশ্য দোষ হয় এই প্রযুক্ত তিনি কারাগারহইতে পলায়ন করিতে অসম্মত হইলেন । তিনি স্বদেশের ব্যবস্থা সকল মান্য করতেন, অতএৰ মৃত্যুৰিষয়েও সে সকল মানিতে প্রতিজ্ঞা করিলেন। শেষে পৰোক্ত ডিজ। আশ্বিনীতে । পুনরাগমন করিয়া সোক্রাটির - মৃত্যুর এক প্রকার সঙ্কেতস্বরূপ হইল। তৎপর দিৱস প্রজুষে তাহার বন্ধুগণ কারাগারে গমন করিলেন, কেৰল পুটে • শারীরিক কোন পীড়াজন্য যাইতে পারেন নাই। কারাগাররক্ষক তাহাদিগকে কিঞ্চিৎ কাল অপেক্ষা করিতে কছিলেন, যে একাদশ বিচারাধ্যক্ষের প্রতি বন্দিগণের তত্ত্বাবধারণ করণের ভার অাছে, তাহার সেক্রিাটিকে “ অৰগত করিতেছেন, যে তাহাকে সে দিবসে মরিতে হইবে । পরে তাহার বন্ধুগণ কারাগার প্রৰিষ্ট হইয়। দেখিলেন, যে তিনি শৃঙ্খল হইতে মুক্ত হইয়া তাহার স্ত্রী সান্তিপির * নিকট বসিয়াছেন, এব- উহার ক্রোড়ে তাহার এক সন্তান আছে । ঐ স্ত্রী তাহাদিগকে দেখিবা মাত্র নিজ বদনে নখাঘাত এব- কেশছিন্ন করুত উচ্চৈঃস্বরে রোদন করিয়া কহিতে লাগিলেন, যে অহে প্রিয় সেক্রোটি, “ তোমার বন্ধুগণ তোমার নিকট চিরকালের কারণ বিদায় হইতে আসিয়াছেন । এই নিমিত্ত তিনি সান্তিপিকে * নাটী লইয়া যাইতে আজ্ঞা করিলে নিকটস্থ লোকের। তাছাকে 'তৎক্ষণাঙ্গ লইয়া . গোল ।