3\$e সাহায্য করিলে জয় হইতে পারিত ; কিন্তু লাসিডিমো নীয় দল ভগ্ন হইয়াছে দেখিয়া, এৰ অধিপের মৃত্যু সংবাদ শুৰণে একেবারে নিরুপায় ভাৰিয়ণ তাহারণ সকলে শস্কায পলায়ন করিল ; এৰপ২ তাহ দেখিয়া অবশিষ্ট সেনাগণও তাহাদের পশ্চাদগামী হইল ; সুতরাণ থিবীয়ের* রণ ক্ষেত্রপতি হইয়। জয়ের চিহ্নস্বরূপ একটা মঠ নিষ্মাণ করিয়া শ দুদের হত সেনাগণের সমাধি দিতে অনুমতি কfরল ৷ লাগিডিমোনীয়দের * এমত ক্ষতি পূৰ্ব্বে কখনও হয় নাই, কারণ পূৰ্ব্বে নিতান্ত পরাভূত হইলেও চাৰি পাচ শত লোকের অধিক হত হয় নাই, কিন্তু এই স্থানে তাহ।দের চারি সহসুপ্রাণির হানি হয়, তন্মধ্যে যে এক সহসু লাসডিমোনাই এব“ সাত শত প্লাটীয় এই যুদ্ধে প্রবৃত্ত ছিল তাহাদের মধ্যেও চারি শত লোক নষ্ট হয় ; কিন্তু থিৰীয়দের * তিনশত সেনা মাত্র হত হয়, তাছাদের মধ্যে চারিজন নগরবাসী ছিল । আশ্চর্য্যের বিষয় এই যে প্লাটায় f ঐ পরাভব সম্প~বাদ আইলে ৩ৎকালীন যে সাধারণ ক্রীড়া হইতেছিল তাছ। ইফোবাষ্টt সভ্যের। স্থগিত কৰিলেন না ; কিন্তু লোকদিগকে ঐ পরাজয় ক্ষুদ্র জানাইবার জন্যে বা তৎকালে স্লাটীয়দের* সুখাভিলাষ ও কুীতি জন্য এতাদৃশ ব্যবহার হইয়াছিল, তাহা এতকাল পৰে নিশ্চয় কহ। যাইতে পারে না । সে যাহা হউক যাহার। সমরে হত হইয় ছিল, তাহাদের নাম তৎপর দিবস নিৰ্দ্ধারিত হওয়াতে তাহাদের পিতার ও কুটুম্বের দেবমন্দিৰে গমন করিয়া আপনাদের সুভাদৃষ্ট জন্য প্রণাম ও আনন্দোৎসৱাদি করিতে লাগিলেন ; কিন্তু যাহার। রণস্থলহইত্বে পলায়ন
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।