১• করিতেন যে তথাচ তাহাদিগের ৰিচারের পর সাধারণ লোকদিনের নিকটে পুনৰ্বিচারাকান্তু করিবার অনুমতি ছিল, কিন্তু উাহাদিগের আজ্ঞা প্রায় অন্যথা হইত না । যাহা হউক প্রায় একশত বৎসর পরে ইহা অপেক্ষায় ও ইফোরী f নামক এক প্রকৃষ্ট সভা স্থাপিত হওয়াতে ঐ সেনেট সভ্যদের শক্তির অনেক লাঘব হইয়াছিল। ঐ নুতন সভাতে পাঁচজন সভ্য ছিলেন, তাহাদিগকেও ঐ রূপ প্রজা লোকদিগের মধ্যহইতে মনোনীত করা যাইত, কিন্তু বিশেষ এই যে এই পদ একবৎসরের অধিক থাকিত না, এৰ- ইছাদিগের এতাদৃশ শক্তি ছিল .যে রাজগণের কোন অপরাধ দেখিলে তাছাদিগকে কারা গারে বদ্ধ করিতে পারিতেন । লোকদিগের এই নূতন রাজনীতিতে কেবল নাম মাত্র কর্তৃত্ব অর্থাৎ যথার্থ কর্তৃত্ব না থাকতে ও তাহাদিগকে নতুন রাজনীতির বশীভূত করবার কারণ লাইকন • দুই উপায় । করিলেন । যথা তিনি রাজ্যের তাবৎ ভূমি প্রজাদিগকে সমান রূপে ৰিভাগ করিয়া দিলেন, এৰ মুদ্রার ব্যবহার উঠাইয়া দিলেন। লেকোনিয়া দেশের ভূমি সকল ত্রি~শৎ সহসু~শ,এৰ^ ল্পার্টার + তুমি সকল নৰ সহসুশ করিয়া অঙ্গেশৰাসির প্রত্যেককে বণ্টন করিয়া দিলেন । মুদ্র ব্যবহার উঠাইবার জন্য ধনি লোকদিগের স্বর্ণ রপ্যাদি হরণ না করিয়া তিনি ঐ ধাতুদ্বয়ের মূল্য হীন করিলেই কাৰ্য্যসিদ্ধি হইতে পারে এমত বুঝিয়া আজ্ঞা করিলেন যে কোন দ্রব্য ক্রয় বিক্রয়ার্থ লৌহমুদ্র ব্যতিরিক্ত অন্য কিছু চলিত হইবে না। তিনি তাহ। এমত ভারী ও অল্পমূল্য লভ্য করিয়াছিলেন যে দশমাইনি অর্থাৎ একশত ষষ্টি পিকক ভূল্য ঐ লৌহমুদ্র লইয়া যাইতে হইলে এক শকট ও দূই বলদের আৱশ্যক হইত। এই মুদ্র স্নার্ট ব্যতিরেকে গুৰু দেশের
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।