文》钦 তদপেক্ষায় অধিক পরিশুম ও প্রাগন্ত্র প্রকাশ করিলেন । তিনি ভাবিলেন যে এইক্ষণে আমার বৃদ্ধ বয়স প্রযুক্ত পরিশুমকে ভয় করিয়া কেবল অীষ্মরক্ষাই করা উচিত নহে। অতএব ঐ মহা পরাক্রান্ত আক্রমণকারিকে দূর করণ জন্য তিনি নিজ সাধ্যে সাহস ও ভরসা ব্যবহার করিলেন এৰণ উছার পুত্র আর্কিডেম * মাটীয় যুবাদের অধ্যক্ষ হইয়। অতিশয় বীৰত্ব প্রকাশ করতঃ শত্রুদিগকে সৰ্ব্বস্থানে প্রতিরোধ করিয়া তাহাদিগকে এক প্রকার দমন করিলেন । ইসেড * নামক এক জন প্লাটীয় যুবা এবিষয়ে আপন भाङ्मञ्चाङ्गो स्वटमश्वीग्न ७ শতুদিগকে আতিশয় চমৎকৃত করিয়াছিলেন । তিনি সৰ্ব্বাঙ্গ সুন্দর, এব- তৎকালে তাহার যৌবনাবস্থার আরম্ভ ছিল । ঐ যুদ্ধকালীন তিনি নিজ অঙ্গ রক্ষার্থে কোন যুদ্ধান্ত্র বা পরিচ্ছদ পরিধান করেন নাই, তাহার শরীর কেবল তৈলে লিপ্ত হইয়াছিল । তিনি ঐ ৰিপদ স^ৰাদ পাইবামাত্র উন্মত্তপ্রায় হইয় এক হস্তুে বর্শা এৰণ অন্য হন্তে থত্ব লইয়া নিজ গৃহহইতে নির্গত হইলেন। পরে শত্ৰুদের মধ্যে একেবারে প্রৱেশ করিয়া অনেককে আপন পদতলে হত করিলেন, কিন্তু আপনি এক অস্ত্ৰাঘাতও প্রাপ্ত হয়েন নাই। শত্রুরা তাহাকে মনুষ্যের অসাধ্য কৰ্ম্ম করিতে দেখিয়া অবাক হইয়া কি তাহার বিপক্ষে কোন কাৰ্য্য করিতে পারেন নাই, কি যেমত দুটাক “ কছেন যে দেবতারা তাহার আশ্চর্য সাহস দর্শনে তাঁহাকে রক্ষা করিয়াছিলেন, তাহ নিশ্চয় রূপে কহ। যাইতে পারে না। সে যাহা হউক তাহার বীরত্ব জন্য ইফোরাই সভ্যের। তাছাকে এক কণ্ঠাভরণ পুরস্কার দিলেন, কিন্তু তিনিৰিনা পৰিচ্ছদে স~গাম করিতে গিয়াছিলেন এই জন্য উাহার। তাছার এক সহস্র ড্রামী মুদ্র দণ্ড করিলেন। -
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।