ই ৪১ করভs অাপন গুপ্ত অভিপ্রায় সকল ব্যক্ত না করিয়া জয় পৰ্ব্বক স্বদেশে পূনর্গমন করিলেন । সেই সময়ে ফিলিপ এক বিশেষ বিষয়ে যে সুবিচার করিয়াছিলেন তাহাতে জ্ঞানি লোকদের মতে তাবৎ জয় অপেক্ষায় তাহার যশ ও সমুম অধিক বৃদ্ধি হয়। যথা মেসিডনীয় দলভুক্ত এক জন সেনা অনেক বিষয়ে আপন সাহস প্রকাশ করিয়া অতিশয় প্রসিদ্ধ হইয়া ফিলিপের * অনুগ্রহের বিস্তুর চিহ্ন পাইয়াছিলেন । এক সময়ে ঐ সেনা কোন বিষয়োপলক্ষে ডিঙ্গা আরোহণে সমুদ্রপথে যাইতেছিলেন, কিন্তু এক প্রচণ্ড ৰায়ুদ্বারা ডিঙ্গা ভগ্ন হওয়াতে তিনি নিঃসহায়ে ওৰিন্ত্ৰে মৃতপ্রায় হইয়া তীরে লাগিলেন । এই কালে ঐ সমুদ্রতটৰালি এক জন মেসিডনীয় উছার দুর্দশ দর্শনে ঘূেহ পূৰ্ব্বৰু উাছার বিপদোন্ধারের চেষ্টায় ধাৰমান হইলেন । পরে তাহাকে আপন গৃহে আনয়ন পৰ্ব্বক নিজ শয্যায় শয়ন করাইয়। নানাধি প্রতিকার চেষ্টা পৰ্ব্বক তাছাকে ক্রমিক চত্বারি-২শদিবস পর্যন্ত নিজৰ্যয়ে আহারাদি দিয়া প্রতিপালন করিলেন । পরে ঐ সেন এই রুপে রক্ষা পাইয় আপন হিতকারির প্রতি যথোপযুক্ত কৃতজ্ঞতা প্রকাশ পৰ্ব্বক ভাষাকে কছিলেন, যে অামি রাজার নিকট ৰত্ন প্রতিপন্ন, অতএৰ উাহাদ্বারা যথাসাধ্য তোমার প্রত্যুপকার করিৰ । অপর তিনি সমূর্ণ রূপে সুস্থ হইয়া স্বধামে পুনগমন করণের বাস্থ করাতে ঐ হিতকারী তাছার গমনোপযুক্ত ধন দান করিলেন। কিয়ৎকাল পরে ঐ সেন রাজার নিকট উপস্থিত হইয়া আপন দুৰ্দশা ও রাজকাৰ্য্য বিস্তুর বাড়াইয়া কছিলেন, কিন্তু আপন রক্ষকের উপকার সকল কিছু মাত্র স্বীকার মা করিয়া বর- “তাহার অধিকার ও সমৃত্তির দ্বেষ করিয়া
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।