* b-bア এক কৃতজ্ঞ বন্ধু ছিলেন, আৰ তাহার মৃত্যুর পর হোমর * নামক কৰি তাহার কীৰ্ত্তি সকল ব্যাখ্যা করিয়াছেন । ডেলেইয়ু * আলেকসাণ্ডলের * অাশিয়ায় 1 আগমন বান্ধী শুনিয়া মাসিডোনীয় সৈন্যের প্রতি অতিশয় ঘৃণা প্রকাশ কবি লেন । আর ভাহাদেব সেনাপতিব গৰ্ব্ব নিমিত্ত অত্যন্ত কোপাম্বিত হইয” নিজ অধিকারের প্রদেশ সকলের শাসনকৰ্ত্তাদিগকে লিপিদ্বারা আজ্ঞা করিয়া পাঠাইলেন যে যদ্যপি তোমরা আলেকসাগুরকে * জীবিত ধরিতে পাব, তবে তাহাকে যষ্টিদ্বারা প্রহার কবিবা, ও তাহার সেনাগণকে ৰন্ধা করিয়া আমার অধিকাবস্থ কোন দূব ও বন্য স্থানে দাস রূপে প্রেরণ কৰিব । কিন্তু অতি শীঘুই তাহার যথার্থ জ্ঞান হহল । আলেকসাগুর • ফুিজয় । প্রদেশস্থ গ্রানিক না - ক নদীর তীরে উপস্থিত হইয়। দেখিলেন যে পারসদের এক লক্ষ দশ সহসু সৈন্য তাহার গমনে প্রতিযোগ করণার্থে ঐ নদীর অন্য পারে দংলায়মান আছে। মিনন" নামক ডের ইয়েব - এক জন অধ্যক্ষ যিনি আশিয়াল সমুদ্রতটে অধ্যক্ষতা করিতেন তিনি এই সৎপরামর্শ দিয়াছিলেন, যে পদোক্ত নদীব নিকটস্থ দেশ লুঠ করা উচিত, তাহাতে মাসিডনীয সৈন্যদিগকে আহার অভাবে হয় তো পলায়ন করিতেই হইবে নয় স্বেচ্ছাপৰ্ব্বক অধীনত্ব স্বীকাব করিতে হক্টৰে । কিন্তু ফুিজিয়ার t শাসনকৰ্ত্তা মার্সিটি * এই সৎ পরামর্শে ব্যাঘাত জন্মাইয়। এইরুপ কহিয়াছিলেন, যে গ্রীকদের * ভয়ে যে আমার শাসিত দেশ সকল উচ্ছিন্ন হইৰে এমত আমি সহ্য করিতে পারিব না । -
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।