২৯৬ আলেকসগুরের" সহিত মিলিত হইয়া ৰন্ধুস্বরূপে তাহার সহিত যদ্ধে যাত্রা করিলেন । রোমীয়দের* সহিত বহুকাল যুদ্ধ করিয়াছিলেন, এব" বোম " দেশীয় বিবরণের মধ্যে প্রধানরূপে গণিত আছেন যে কীৰ্ত্তিমান মিশুিঙটি * তিনি ঐ পদোক্ত মিথুডাটিব * ৰণ২শে জন্মিয় ছিলেন। আগত বৎসরাৰম্ভেই আলেকসগুপ * পুনযুদ্ধ ক িতে মনস্থ করিলেন, কিন্তু এই যুদ্ধোদ্যোগ করণের পদে তিনি আপনাব প্রধান ২ অধ্যক্ষদেব সহিত এই পৰামর্শ করিলেন, যে আমি এইক্ষণে ডেরাইয়েৰ * অনুসন্ধান র্থে অবিলম্বে যাত্রা করি কি প্রথমে সমুদ্রভৗরবর্তি প্রদেশ সকল আপন বশীভূভ করি ? ইহাতে শেষ পরামর্শ অর্থাৎ সমুদ্রভাববর্তিপ্রদেশ সকল প্রথমে বশীভূত করাই স্থির হইল ; যেহেতুক তদু’ব। তাহার সৈন্যের পশ্চাৎ ভাগ আক্রমিত হইবার কোন শঙ্কা থাকিবে না, এৰ- পশ্চাতে সকল বিষয়ই নির্বিঘুে স্থিৰ থাকিবে । পরে তিনি অ্যাপন সৈন্যের সহিত কটিদেশ পর্যন্ত জল ভাঙ্গিয়। সমুদ্র তটস্থ এক অল্প প্রশস্ত থাল পার ইষ্টয়া মার্সিয়া নদীর তীরবৰ্ত্তি ফুিজিয়n f দেশস্থ সিলিনিf নগরে উপস্থিত হইলেন । ঐ মার্সিয়া f নদী বৰিদের রচিত ৱৰ্ণন পদ্ধব। অতিশয় বিখ্যাত হইয়াছে। সমুটি তথায় উপস্থিত হইব মাত্রই ঐ নগর আক্রমণ করিলেন । এ নগৰস্থ দুর্গবৰ্ত্তির প্রথমে তাহাকে বাধা দিতে উপক্রম কবিয়াছিল ; কিন্তু গ্রীকেব* বলদ্বাৰা পুনঃখ অাক্রমণ করাতে তাহার প্রতিযোগ করিতে অশক্ত হইয়া আলেকসাণ্ডবকে* দতদ্বারা বলিল যে যদি আমরা ষষ্টি দিবসের মধ্যে কোন সহায়তা না পাই তৰে তোমার অধীন হইব । অতএৰ ঐ নির্ণীত সময়ানুসারে কোন প্রকার সহায়তা প্রাপ্ত ন হইয়। ভাদ্ধার নিয়মানুসারে ঐ নগর ভূপতির হস্তে অৰ্পিত করিল।
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।