Yoss ব্যৱহায্য আছে । রাজার তিন শত ষষ্টি জন উপস্ত্রী রাজ্ঞীদের ন্যায় বেশভূষা কবিয়া উহাদের পশ্চাৎ ছিল ; তৎপশ্চাৎ রাজধনবাহক তিন শত উষ্ট্র ও ছয় শত অশ্বতর অর্থাৎ থচর ছিল, ইহাদেব রক্ষাহেতুক ৰহু ধনুর্ধর ছিল। রাজসেনাপতিদেব এবণ কুলীন ৰগের স্ত্রী সব ল রখোপৰি তৎপশ্চাৎ যাই তেছিলেন, এবণ তৎপরে কিঙ্কৰ সকল ও আহায্য দ্রব্য ব্যবসায়িল। এৰ সৈন্যেৰ অন্য ২ অনুসাবির। ছিল । সম্বর শেষে সামান্য অস্ত্র বিশিষ্ট সৈন্য ও তাছাদের অধ্যক্ষ সকল ছিল ; ইহার পরে অার কিছু ছিল ম' । গৰ্ব্বি পণবস রাজাল এই প্রকার সমারোহ পৰ্ব্বক গমনে নিজ সৈন্যেরা অতিশয় চমৎকৃত হইয়। প্রশ^সা করিয়াছিল বটে, কিন্তু মাসিডনীয়েল । * তাহার যুদ্ধ বিদ্যাব প্রতি আতিশয় লুণ ও অবজ্ঞ। কবিযn ঐ সকল ঐশ্বয হস্তগত করিতে অতিশয় ইচ্ছুক হইল । تمام আলেকসাণ্ডব" এব^ ডেৰাষ্টয় * উভয়েই যুদ্ধ করণে সমান ব্যগু হই যা পলক্সরের প্রতিকুল যাত্রাতে কথন অগ্রসর কথন ব। পশ্চাৎ গমন কবিয়া শেষে ইস f ন .ারের নিকটে উভয় সৈন্যের মিলন হইল । ঐ নগবের নিকটে যে স্থানে রণ হইয়াছিল তাহার এক পার্শ্বে সমুদ্র ও অন্যদিকে পৰ্ব্বত ছিল। তন্মধ্যস্থ বৃহৎ বণ ক্ষেত্র, কেনন। উভয় পক্ষীয় সৈন্যেরা অনায়াসে তথায় শিবির করিয়াছিল , বিশেষতঃ পর্ক্সে কহা গিয়াছে যে পারস ভূপতির সৈন্য অসম্প২থ্য । পিনার + নদী পৰ্ব্বত হইতে বহিগত হইয়। ঐ স্থানের মধ্যভাগ দিয়া গমন করিয়া সমুদ্রে পতিত হইয়াছে, অতএব ঐ ক্ষেত্রের দুই অপশই সমান।
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।