৩২৩ বিবেচনা করিতেছিলেন, সেই সময়ে পামিনিও * কহিলেন যে আমি আলেকসাগুর • হইলে এই পণ সকল অবশ্যই গ্রাহ করতাম। ইহাতে সমুটি উত্তর করিলেন যে অামি যদ্যপি পার্মিনিও • হাইতাম তবে আমিও তাছা গ্রাহ্য করিতাম। কিন্তু যে ব্যক্তিকে পৰাজয় করিয়াছেন তাঁহার কোন কথায় স্বীকৃত হইতে অপমান বোধ করিয়া ও যাহ। তিনি আপন জয়োপার্জিত ধন বোধ করিয়াছিলেন তাহ অনুগ্রহস্বৰূপে প্রাপ্ত হইতে অহ^কার পৰ্ব্বক অগ্রাহ্য করলেন। টাইয়ব † নগর আক্রমণ কালীন যিক্সসালম কাসির তাহার সৈন্য সকলকে আহার দুব্য দেওনে অস্বীকার করাতে আলেক্সাণ্ডর “ অতিশয় কুপত হইয় তাহাদের সমুচিত দণ্ড করিবার কারণ টাইয়ার + হইতে তথায় যাত্রা করিলেন ; কিন্তু নগলবাসিদের নিকটহক্টতে কতক লোক জাডুয়। * নামক তাহদের প্রধান পুৰোহিতকে অঙ্গুে করিয়া আসাতে তাহলে কোপ শান্ত হইল। ঐ পুরোহিতের শুকুন্ত্র পরিধান ও শিরে মুকুট ছিল, ঐ মুকুটের সমুখে পরমেশ্বরের নামাঙ্কিত ছিল । ঐ ব্যক্তি আসিব মাত্রেই সমুটি সম্মান পৰ্ব্বক গাত্রে থান করতঃ তাহার শিরোপরি লিখিত পরমেশ্বরের নামের পূজা করিয়া ঐ ধাৰ্ম্মিক পুরোহিতকে প্রণাম করিলেন। তাহার কতক প্রিয়পাত্রেরা জগৎ পূজিত যে ব্যক্তি তিনি যিহুদীয়দের” প্রধান ধৰ্ম্মাধ্যক্ষকে প্রণাম করিলেন দেখিয়া অতিশয় চমৎকৃত হওয়াতে ভূপতি তাহদিগকে কছিলেন যে আমি ঐ ধৰ্ম্মাধ্যক্ষকে প্রণাম কবি মাই কিন্তু পরমেশ্বরকে প্রণাম করিতেছি, কারণ যে কালে আমি মাসিডোনীয়াস্থ ডাইয় নগরে পার্শীদের সহিত যুদ্ধ কাবুৰীয়
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।