wegg যে স্থানে ঐ যন্ধ হইয়াছিল সেখানে আলেকসাগুর • একটা নগর নির্মাণ করাইয়া আপন জয়ানুসারে তাহার নাম নিসিয়1 + রাথিলেন, এব^ যে স্থলে হাইডেল্পি * নদী পার হইয়াছিলেন সেই স্থানে অার একটা নগর স্থাপন করিয়। তাছার নাম বিউসিফেল 1 লাথিলেন। এই শেষ নগবেব নাম বিউসিফেল 1 রাথনের কারণ এই যে বিউসিফেল + নামক তাহার অশ্ব কোন অস্ত্রাঘাত ব্যতিরেকে কেবল প্রাচীন হইয়। তথায় মরিয়াছিল। পবন্ধে * পরাভূত করিয়। তিনি ভারতবর্ষের মধ্যতাণে গমন করিলেন, এৰ" তথাকার লোকদেৰ যুদ্ধ অভ্যাস ছিল না, এই প্রযুক্ত তিনি ঐ দেশ অনায়াসেই অধিকার করিলেন । এক স্থানে কতক গুলিন ব্ৰাহ্মণ ছিলেন, সেই স্থান দিয়া গমন করতঃ তাহার ইচ্ছা হইল যে র্তাহাদের সহিত ধর্ম বিষয়ের কিঞ্চিৎ চর্চা কবিয়া তাহাদের কি রূপ ধৰ্ম্ম তাহা জ্ঞাত হযেন ; কিন্তু তাছাবা কাহারও নিকট আইসেন না শুনিয়াও আপনি তাহাদের নিকট গমন করিলে লাঘবত হইবে ভাবিয়া তিনি আনিসিক্রিট * নামক পণ্ডিতকে তাহাদের নিকট প্রেরণ কfরলেন। ঐ ব্যক্তি রাজধানীনগরের নিকটস্থ এক স্থানে পঞ্চদশ জন ৰুক্ষণেব দর্শন পাইলেন । তাহার প্রাতঃকালাবধি সন্ধ্যা পর্যন্ত বিৰন্ত্রে একাসনে দণ্ডায়মান খাকিয়। রাত্রিকালে নগরে গমন কবিতেন। কালেন * নামক এক জন বুদ্ধিণ যিনি ভারতবর্ষমধ্যে অতি প্রসিদ্ধ ও সৰ্ব্ব শৃেষ্ঠ পণ্ডিত ছিলেন, অনসিক্রিট * প্রথমে তাহাকেই সম্বোধন করিয়া আপন আগমনের তাৎপর্য কহিলেন । ঐ ব্ৰাহ্মণ বিদ্যাব্যবসায়ানুসারে অতি কঠোর ব্যবহার করিতেন বটে, কিন্তু অত্যন্ত প্রাচীন বয়সেও রাজসভায় যাইবার লোভ ত্যাগ করিতে পারেন নাই। আর,
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।