eجه ۹9 বৃদ্ধি করিতে আমি ধন রাখিয়। যাইতে ইচ্ছা করি না। অপর আলেকসাগুর - তাহাকে দিনার নিমিত্ত দূতগণদ্বারা এক শত টেলেণ্ট মুদ্র। পাঠাইলে তিনি ঐ দূতগণকে জিজ্ঞাসা করিলেন যে তোমাদের প্রভু আর ২ অাথিনীয়দিগের • কারণ কিঞ্চিৎ না পাঠাইয়। অামাকে এত অর্থ দিয়াছেন কেন ? তাহাতে তাহার1 উত্তর কবিলেন যে আমাদের প্রভু আথিনীৰ + মধ্যে তোমাকে সকলাপেক্ষায় অধিক নিষ্ঠ ও ধাৰ্ম্মিক বলিয়া জানেন, এই প্রযুক্ত তোমাকেই পাঠাইয়াছেন। ইহ শুনিয়া ফেশিয়ন উত্তর করিলেন যদ্যপি আলেক্সাণ্ডঃ * অামাকে নিষ্ঠ ও ধাৰ্ম্মিক জ্ঞান করেন তবে তিনি অামার এই সুনাম রঙ্ক কবিতে দিউন। হাপাল" এইরূপে ফোশিয়নকে - স্বপক্ষ করিবার আশায় নিরাশ হইয় পর্বোক্ত মনস্থ পরিত্যাগ করিতে বাধিত হইলেন । এই গোলযোগ দমন হইতে ন হইতেই তদপেক্ষায় দৃশ্যে অধিক ভয়জনক আর একটা বিরোধ উপস্থিত হইল । যথা আলেকসাগুর* এই আজ্ঞা প্রচার করিয়াছিলেন যে মাসিডনীয়দিগের • মধ্যে যাহারা প্রাচীন বয়স প্রযুক্ত যুদ্ধের কুেশ সহ্য করণে অক্ষম হইয়াছে, তাহীদের সকলকেই গ্রীকে f যাইতে হইবে । ইহাতে তাহাব অপমান ও অবিচার জ্ঞান করিয়া কলহ পৰ্ব্বক সকলে একবাক্যে প্রার্থনা করিল যে অামাদিগকে একেবারে জন্মের মত বিদায় দিতে হইবে, যে হেতুক ভূপতি অতি নিষ্ঠুৰ, ও সাহসিক সেনাগণের প্রতি ঘৃণা পুৰ্ব্বক তাহদের আদর্শনের চেষ্টা না করিয়া বিনাশের চেষ্টা পাইতেছেন । সে যাহা হউক, আলেকসাগুর* এই বিষয়ে আপন স্বাভাবিক সাহস ও প্রতিজ্ঞা পৰ্ব্বক ব্যবহার করিয়াছিলুেন। যথা তিনি বিচারাশন হইতে গাত্রোথান করিয়া প্রধানx
পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।