পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१२. ছিল, কিন্তু কিয়ৎকাল পর্যন্ত দারুণ যুদ্ধ হওযার পর সিরিয়েরা- শেষে সৰ্ব্বতোভাবে পরাভূত হইল, এব^ তাহাদের রাজা আন্টিগন ও রণস্থানে স্থত হইলেন। আর ডিমিটুিয়* নয় সহসু সৈন্য লইয়া পলায়ন করিলেন। ১৭ অপ্তাষ । আন্টিপেটরের মৃত্যু অবধি ফিলিপের বশের সম্পূৰ্ণৰূপে উচ্ছিন্ন হুওন পর্যন্ত মাসিডন ও গ্ৰীক দেশে যে সকল ঘটনা হইয়াছিল তাহার বিবরণ। পর্ক্সেই কহ গিয়াছে যে কাসাগুর * মাসিডনের f রাজসিপ২হাসন পহরণ করিয়াছিলেন । তিনি যে রূপে ঐ মযাদা প্রাপ্ত হয়েন তাহার কিঞ্চিৎ বিবরণ এই স্থানে লিথ। কৰ্ত্তব্য । যথ পলিপক “ অলিম্নিয়কে পুনরাহ্বান করিয়া যুবরাজের প্রতিপালন ভার ও রাজ্য সম্বকীয় পরামর্শের ভার দেওয়াতে কাসাগুর* অত্যন্ত ভীত হইয় আপন বন্ধুগণের সহিত এমত উপায় সকল স্থির করিতে লাগিলেন যে তাহাতে ঐ স্ত্রীব ক্রোধে তাহদের কোন মন্দ ঘটিতে না পারে । বিশেষতঃ তিনি বিলক্ষণ জানিতেন যে তাহার পিতার উপর ঐ স্ত্রীব অতিশয় দ্বেষ ছিল, এব^ তাহার সন্তানদেরও তাহার সম্নকীয় তাবতেরই উপর সেইরূপ দ্বেষ আছে । অলিমিয়ের* পরামর্শদ্বারা পলিপক * প্রথমে যে২ উপায় স্থিৰ করিয়াছিলেন তন্মধ্যে এই একটা । যথা আন্টিপেটর* লোকপ্রভুত্বের পরিৰন্তে যে কুলীন প্রভুত্ব রাজ্য সম্পস্থাপন রুরিয়াছিলেন, তাহার লোপ করিয়া গ্রাকের তাবৎ প্রদেশে সেই লোক প্রভুত্ব রাজ্য পুনঃস্থাপন করিতে তিনি এক আজ্ঞা প্রচার করিলেন। এতাদৃশ আজ্ঞা করণের দৃশ্য কর এই যে লোকের তদূর পূর্বাপেক্ষায় অধিক শক্তি