পাতা:চক্ষুদান.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२५8 চক্ষুদান । নিকুঞ্জ । এই বলে তুই কুকাৰ্য্য করুবি ? বসু । কেন ? আমি কি মানুষ নই? আমার রক্ত মাংসের শরীর নয় ? অামার মন নাই ? ইন্দ্রিয় নাই, মুখ দুঃখ নাই ? কিছুই নাই ? তুমি কর কেন ? তুমি কি সৎকার্য্য করে থাক ? নিকুঞ্জ । আমি তোকে এখনি কেটে ফেল্বো । বসু । তা ফেল না, তা হলেই তো সকল যাতনা একেবারে দূর হয় । নিকুঞ্জ । তা হয় এই—অাগে তোর সমক্ষেতেই সেই তোর প্রাণধনকে সংহার করি, তার পর তোকে নানা যাভনা দে মেরে ফেলবো ; আমনি মারবো ? কোথা গেল ? সেকোথা গেল ? এই দিগে গেছে— এই দিগে গেছে—(ইতস্ততঃ অন্বেষণ ) । বসু । (ত্রস্তপ্রায় ) মা না ওকে মাত্যে পাবে না, আমাকেই মারো আর্মাকেই মারে । ( হস্তধারণ এবং তাহা ছাড়াইয়া নাপৃতে-বোঁকে ধারণ, তাহাতে তাহার পুংবেশ পরিহার । ) নিকুঞ্জ। ( সবিস্ময়ে ) একি ? ব্যাপার টা কি ? স্ত্রীলোক যে ? সেই মাধবপুর থেকে এসেছিল সেই নাপৃতে-বোঁ না ? একি রে ? নাপৃতে । আজ্ঞে আমিই বটে, দিদিঠাকৰুণ