পাতা:চক্ষুদান.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, চক্ষুদান । তুই গেলে এখন সব জেনে আসতে পারবি, এই বলে তিনিই আমাকে পাঠিয়ে দিলেন । আমি এসেও তো তাই দেখচি ; সে শরীর নাই, সেরূপ নাই, সে হাসি হাসি মুখখানি নাই, বলতে কি দিদিঠাকৰুণ, তুমি যেন এখন সে দিদিঠাকৰুণ নও । আহা ! দেখলে বুক ফেটে যায়, মুখখানি এখন হিমৃকালের পদ্মফুলের মত স্নান হয়ে এসেছে, অত্যন্ত কাহিল হয়ে পড়েছ কারণ কি বল দেখি ? ( ইঙ্গিতপূৰ্ব্বক) তা তো নয় ? दश । छूह । নাপ্তে। তা লজ্জা কি, আমার কাছে বল্তে হানি কি ? বসু । ("বিরক্তভাবে ) অীর মিছে জ্বালাতন করিসূ নে, যা, পথ হেঁটে এসেছিস, রাত্রি হয়েছে শুগে যা। আমার কি সেরূপ কপাল-ছঃ “ গেড়ের চেঙ আবার স্বৰ্গ দেখবে ’ । নাণ্ডে । তবে শরীরে কি কোন ব্যামস্যাম হয়েছে, তাই কেন খুলে বল না? - বসু । শরীরে ব্যাম আবার কি হবে ? নাপ্তে-। তবে কেন এমন হলে ? সংসারে কোন দুঃখ তাওতো ভাই দেখতে পাই নে ; তোমার যে