পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । شه মানিনি লো ! তব কোপ বরঞ্চ বদ্ধিত হোকৃ” —কহে হাসি’ এইরূপ শিব । দেবী তাহে হৃষ্ট-মন শিবে করে আলিঙ্গন, —এতে হোক তোমাদের শুভ ॥ যোগানন্দ মন্দীভুত, গৌরী-মুখ-দরশনে বিলাস-উল্লাস । কৰ্ভু ভয়ে উৎকণ্ঠিত, চিত্তের বিকারে কভু, মৃত্ন মন্দ হাস ॥ ধনু আকৰ্ষিলে স্মর, দগধ করিয়া তারে করুণায় বিগলিত মন ; প্রতির ক্ৰন্দন শুনি’, নেত্র হতে বারি-ধারা অজস্র হয়গো বরিষণ ; —এ হেন শস্তুর দৃষ্টি তরল সে অশ্রুজলে তোমাদের করুক রক্ষণ ॥ নান্দীর পর সূত্ৰধার। স্বত্ৰধার (—অতি বাহুল্যে প্রয়োজন নাই । যে রাজসিংহ দুষ্ট অমাতাদের অসংখ্য কুট-বুদ্ধি-জাল সবেগে অতিক্রম করেন ; যার এক ক্ৰকুটা- ইঙ্গিতে ক্ষুদ্র শক্ররূপ অসংখ্য কণ্টক সমুলে নিৰ্ম্মলিত হয় ; র্যার ভুজ-দওরূপ মন্দরে মস্থিত হয়ে সমর-সাগর হতে রাজলক্ষ্মী সমুখিত হয়, এবং সমুখিত হয়ে স্বয়ং র্যাকে পতিত্বে বরণ করে ; —র্তার যশো-গাথা পুরাবেত্তাগণ এইরূপ কীৰ্ত্তন করেন – স্বভাবত মুদ্ধৰ্ব্বোধ গভীর চাণক্য-নীতি করিয়া আশ্রয়, মনাগণে পরাভবি’ চন্দ্রগুপ্ত পুপপুর করেন বিজয় |