চণ্ডকৌশিক । طری কিম্বা এই করদ্বয়ে নব-নীলাম্বুজ-নিভ - নেত্র ছুটী করিতাম যদি আবরণ —তা হলে হইত তাহা সময়-মতন ॥ বিদু —(পরিক্রমণ ও নেপথ্যামুখে অবলোকন করিয়া মহারাজ ! দেখুন দেখুন, চারুমতি দেবীর নিকট সাজসজ্জার সামগ্ৰী সব এনে রেখেছে, আর দেবী ঐখানে বসে তার সঙ্গে কি কথা কচ্চেন । রাজা –( দেখিয়া সহর্ষে ) কি আশ্চর্য্য ! কৃশাঙ্গী প্রেয়সী মোর শর-গেীর গণ্ডদ্বয়ে পত্র-লেখা করিয়াছে এবে পরিহার । আকর্ণ-বিস্তৃত নেত্রে নাহিক অঞ্জন আজি, আলুলিত স্বভাব-কুঞ্চিত কেশ-ভার। ধুসর ও-বিম্বাধর ; আশ্চর্য্য ! তথাপি কিবা বিমল লাবণ্য,—তবু নাহি অলঙ্কার ॥ দৃশ্ব —প্রাসাদ-অন্তঃপুর । চিন্তিত শৈব্যা ও চারুমতী আসীন । শৈব্যা – খেদ-সহকারে ) ওলো চারুমতি ! এ সব নিয়ে ল ; এ সব সাজ-সজ্জায় আর কি হবে ? দুঃখ-কষ্টে আমার হৃদয় এখন জলচে । - বিদু —আহ ! এর দেখছি অত্যস্ত কষ্ট হয়েছে। রাজা –সাধু দেব সাধু ! তোমার যেরূপ স্বভাব-মুনীর দেহের গঠন, তাতে সাজ-সজ্জা তোমার অবহেলার বিষয় হতেই পারে।
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।