পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । > যে তাম্বুল-রাগ, তব অধর-লোলুপ cब अञ्जन, नब्रन-ठूवन-७९श्क, ষে হার চাহে গো তব কণ্ঠ আলিঙ্গন, তাহাদের সে সমস্ত নিজ প্রয়োজন, তোমার তাহারা নহে অঙ্গের ভূষণ ॥ দু।—মহারাজ ! আমুন, এইবার নিকটে যাওয়া যাক্ । !: —দেখ সখী ! এই খানে লুকিয়ে থেকে ওদের কি গোপনীয় কথাবাৰ্ত্ত হচ্চে শোনা যাক্ তথা অবস্থান ) *ৰ্য – নিশ্বাস ফেলিয়া সাশ্র-নয়নে) দেখ, চারুমতি ! মহারাজ প্রথমে আশ্বাস দিয়ে শেষে কিনা আমাকে বঞ্চনা করলেন ? আমার অদৃষ্টের পায়ে গড় করি—তাকে আর বিশ্বাস নেই। রাজা –ওগো মানিনি! - ভাস্কর যখন হয় জলদে আবৃত তখন নলিনী যদি হয়গো বঞ্চিত, সেতো নহে নলিনীর প্রকৃত বঞ্চনা, ভাঙ্গুরেও তাহে কেবা দেয় গে গঞ্জনা ? চারু —ঠাকুরাণি । দুঃখ করে আর কি হবে ? রাজারা যে বহু-বল্লভ সে তো জানাই আছে । বিদু – সরোষে ) আরে বেটি দালি ! তার চেয়ে বলনা কেন, রাজার বহু কার্য্যে আসক্ত । কেন মিছে মহারাজাকে ওঁর অভিমান ও তিরস্কারের পাত্র করিসূ বল দিকি ? রাজা –সখী ! এতে রাগ কোরো না । দেখ ৪— মান-গ্রস্থি দৃঢ়রূপে বাধিবার বিধি ষত জানে সখিগণ ।