চণ্ডকৌশিক । - סל ধন্যগো পুরুষ সেই প্রিয়ার যে হয় মিথ্য গঞ্জন-ভাজন । শৈব্যা – ( রোদন ) - घ्रांक्र -*ांकूब्रॉनि ! शाख इ७, *ाख इ७ । डूमि अङाख ऊांग मान्नब किनां, তাই তোমার কাছ থেকে বেশি আদর পেয়ে, মহারাজের এত বৃদ্ধি হয়েচে । আমাকে যদি জিজ্ঞাসা কর তা হলে আমি বলি, দেখেও কিছু দেখবে না, মিষ্টি কথায় আলাপ করবে, অথচ সারাদিন তিরস্কার করে কষ্ট দিতেও ছাড়বে না । শৈব্যা –তুই যা বল্লি আমি সব করব, কিন্তু তাকে দেখে আমার দুষ্ট হৃদয় যদি বশে থাকে, তবেই তো । রাজা । —( সত্বর নিকটে আসিয়া ) প্রিয়ে ! অামারি অধীন হয়ে যে মোরে রেখেছে বশে, আপনারে নাহি পারে বশে কি রাখিতে সে ? বিদু —কল্যাণ হোক ! উভয়ে — ভয়ে ভরে নিকটে আগমন ) শৈব্যা –(স্বগত ) একি ? মহারাজ যে । আচ্ছা এইরূপ তবে বলি ; ( প্রকাশুে ) মহারাজের জয় হোক । চারু —( আশঙ্কা-সহকারে স্বগত ) একি ! মহারাজ ? অা ছিছি ! মহারাজ তবে দেখচি আমার সব কথাই শুনতে পেয়েচেন । আচ্ছা এখন তবে এইরূপ বলা যাক (প্রকাশ্রে) জয় মহারাজের জয় । ( আসন আনিয়া ) এই আসন, এইখানে মহারাজ বস্থন । ( সকলে উপবেশন ) রাজা –( অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া ) প্রিয়ে ! প্রভাত-কমলের অন্ত
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।