এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
૩૨ চণ্ডকৌশিক । আমি নহি তাহ, যাহা তুমি মোরে ভাবিতেছ মনে । দও মোরে দেও প্রিয়ে ! * যাহা হয় উচিত বিধান ; দোষাদোষ নিৰ্দ্ধারণে কুলপতি সাক্ষাৎ প্রমাণ ॥ প্রতীহারীর প্রবেশ । প্রতী —জয় মহারাজের জয় ! কুলপতির ওখান-থেকে একজন তাপস এলেছেন । রাজা –হেম-প্রভ । তাকে সাদরে অবিলম্বে নিয়ে এসে । প্রতী —যে আজ্ঞে মহারাজ । ( প্র স্থান ) শান্তিজল হস্তে তাপসের প্রবেশ । তাপস —( সবিস্ময়ে ) অহে ! আজি একি কাও ? না হলেও পৌর্ণমাসী অসময়ে কেন এই চন্দ্রের গ্রহণ ? কেন এই স্বভীষণ ঘোরতর দিগদাহ —কেন ভূকম্পন ? কেন এই উল্কাপাত ? কেন স্বৰ্য্য-চারিদিকে মণ্ডল-পরিধি ? এসব উৎপাত হতে उठांदी शंका नां छांनि कि ঘটাবেন বিধি ॥ কিন্তু না, গুরুদেব যখন এই বিষয়ে চিন্তা করচেন, তখন এর পরিণাম নশ্চয়ই শুভজনক হবে ।