পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s চণ্ডকৌশিক ।د. कङ्गक उद कडाjie -रूक्रक आनमा गांन সকল আপদ নাশ করুক গেt তোমা-সবাকার ॥ - ( বারি সিঞ্চন ) রাজা –( শাস্তিজল স্পর্শ করিয়া ) একি ! এ যে সেই শান্তি-বারি ক্ষত্রিয়-বীজের যাহা অঙ্কুর-জনক -- —যাহার প্রসাদে ধরে, স্বৰ্য্যবংশী নৃপগণ উন্নত মস্তক ॥ তাপস —ও গো শৈব্যা ! গুরুদেব কুলপতির আদেশ, তুমিও আজ গৃহদেবতা ও ব্রাহ্মণদের বিশেষরূপে পূজা-অৰ্চনা করবে । শৈব্য –( অঞ্জলি-বদ্ধ হইয়া ) যে আজ্ঞে । তাপস —রাজন ! তোমার কল্যাণ হোক । গুরুদেব এখন বহুবিধ অনুষ্ঠান আরম্ভ করেচেন—আমি এখন যাই তার সেবা করিগে । ( প্রস্থান ) শৈব্যা –(অপ্রতিভ হইয়া চুপি চুপি ) ওলো চারুমতি ! গুরুদেব কুলপতিই মহারাজকে নিশাজাগরণের আদেশ করেছিলেন । আমি অতি দুজন কুটিল-হৃদয়, তাই ওরূপ কুৎসিৎ সন্দেহ আমার মনে উদয় হয়েছিল । আচ্ছ এইরূপ তবে বলি । ( প্রকাণ্ডে ) নাথ ! আমার উপর রাগ কোরো না । রাজা –( সামুনয়ে ) মিথ্যা-দোষে কলুষিত দেখ এ হৃদয় ; যদি প্রিয়ে রাখে মোর এই অনুনয়, এস তব কণ্ঠে স্থার দেই পরাইয়া, কপোলেতে পত্রাবলি দেই বিরচিয় ॥