পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । * {{ i্যা -( লজ্জিত ) |-( তথা করিয়া ) প্রিয়ে ! তব গও রোমাঞ্চিত—ঝরে স্বেদ-জল, থরথর বিকম্পিত মোর করতল । ছয়েতেই শ্রম ব্যর্থ—উদ্যম নিস্ফল ॥ পরাইতে কণ্ঠে ওই স্তন-তরঙ্গিত হার —পরশ-জনিত কম্প এখনো যাইনি তার ? —নাথ ! গুরুদেব কুলপতি যেরূপ আজ্ঞা করেচেন সেই সব কুষ্ঠান আমি এখন করতে যাচ্চি । {।--ই দেবি, যাও করগে । ( তাপস ও শৈব্যার প্রস্থান ) সখী ! আমার চিত্ত যেরূপ উৎকষ্ঠিত, তাতে এখন কি করে’ কাটান যায় বল দিকি ? —মহারাজ ! আপনি দেবীর কথা ভেবে সময় কাটান, আমিও নের কথা ভেবে সময় কাটাই । বনচরের প্রবেশ । —জয় মহারাজের জয় । বিকট মুখাগ্রে যার মুখা-ক্ষেত্র হয়ে বিদলিত, তৎ-লগ্ন স্বরভিত পরিমল হয় গো বিকীর্ণ নিজ নিঃশ্বাস-মারুতে ; দন্তে যার—ঈষৎ-চৰ্ব্বিত কসেরু-বিচূর্ণ-রাশি ইতস্ততঃ হয় গো বিক্ষিপ্ত ; —যেন শক্র করি? জয় যশে দিক হয় আচ্ছাদিত, কিম্বা যেন নবঘন বরিষণ করে শিলা-বৃষ্টি ;