ఫ్రో - চণ্ডকৌশিক । সদপ গম্ভীর ঘোর ঘরশ্বর যাহার শবদে অরণ্যের সিংহ যত ধায় রড়ে করিয়া গর্জন ; শুনি সে গর্জন পুন ক্রোধে যার কর্ণ-গুক্তি-পুট উৰ্দ্ধে হয় উত্তোলিত ; দীপ্যমান রোষ-শিখা-রূপে জিহা-লত যার রহে প্রসারিত ; যার জটা ভার শ্ৰুবিকট বিদ্যুতের ছটা-সম পিঙ্গল-বরণ ; কাস্তি ষার সমুজ্জল স্বশানিত করবাল-সম, নীলকাস্ত-সম নীল ; কি, তমাল কজ্জল-হ্যামল । জলে নেত্ৰ সুপিঙ্গল ;—মসৗবং মাংসল শরীর ; স্ফলিঙ্গাবশেষ-সম দন্ত দুটি যাহার লক্ষিত ; —ঠিক যেন করাল সে মুখ-রাহুগ্রাস-ভয়-বশে সান্দ্র চন্দ্র কলা দুটি, চন্দ্র হতে হইয়া বাহির নৈশ তিমিরের গাত্রে ভয়-ত্রাসে রহে সংকুচিত —এ হেন বরাহ এক সমুখিত যুথ-অধিপতি মৃগয়া কানন-মাঝে ;–যেন সেই মহান বরাহ যার দত্তে হয় ধৃত সমগ্র এ পৃথিবী-মণ্ডল ॥ এখন মহারাজের যেরূপ আদেশ হয় । আদেশ পেলেই আমি এখনি সেখানে যাই । রাজা –(সহৰ্ষে) অt বঁচিলেম ; এখন সময় কাটাবার একটা স্থান পাওয়া গেল । বিদু – সম্বর্ষে ) যেখানে অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াতে হবে, কাট-বন শর-বন মাড়িয়ে যেতে হবে, উ চুনীচু স্থান ডিঙতে হবে, যেখানে ক্ষুধা তৃষ্ণায় জলতে হবে—যে স্থান এইসব দোষে ভরপুর, সেই যদি আপনার আরামের স্থান হল, তা হলে আপনার আয়াসের झांन नां छांनि कि !
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।