পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ο চওকৌশিক । ত্ৰিগুণময়ী বিদ্যার সিদ্ধি লাভার্গ কি এক দুষ্কর সাধনায় এখন নিযুক্ত चांदइन ! w বিধিই করেন স্বষ্টি—না হরি, না হর ; इब्रि-हे *ांदलन विश्वं-नां हब्रि छेचंब्र ; হর-ই করেন ধ্বংস এ তিন ভুবনে । একজনে সৰ্ব্বসিদ্ধি লভিবে কেমনে ? ( চিন্তু করিয়া অথবা এই পরম নিষ্ঠাবান তপস্বীর পক্ষে অসম্ভবই বা কি ? কিন্তু তিনি যখন বশিষ্ঠের প্রতি ক্রোধ-পরতন্ত্র হয়ে এই মঙ্গল-বিরোধী কার্য্যে প্রবৃত্ত হয়েচেন, তখন জানিনে এর কি ফল হবে । নেপথ্যে —ঘোর গহন বনে প্রচ্ছন্ন হয়েচিসূ মনে করে তোর ভারি গৰ্ব্ব হয়েচে দেখচি–আচ্ছা রোসূ বরাহাধম রোস্ ! ক্ষণে ক্ষণে হয়ে দৃষ্ট, ক্ষণে দৃষ্টি-পথ হতে হয়ে অস্তৰ্হিত, মায়ারে আশ্রয় করি’, সকৌতুকে দূরে মোরে করেচিলনীত । মোর দৃষ্টি-পথ-মাঝে তুই যদি পড়িস আবার, ওরে দুষ্ট ! পদ্মবন দলিবারে না পারিবি আর ॥ বিঘ্ন —( শুনিয়া সহর্ষে ) এই যে, এইবার নিকটে এসেচে দেখচি । এখন তবে এখান থেকে বেরিয়ে, মায়া-বরাহ হয়ে দেখা দি । ( সম্বর পরিভ্রমণ করিয়। প্রস্থান ) রথোপবিষ্ট ধনুর্ধারী রাজা ও সারথির প্রবেশ । রাজা –( পূৰ্ব্বোক্ত শ্লোক পাঠ করিয়া, সন্মুখ ভাগে অবলোকন করির সহুর্বে) সারথি । সারথি । বেশী দূরে ষেও না !