পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । 을 ): মুখের গরাস হতে স্থলিত মৃণাল দেখ বনভূমি ছায় । আলোড়িত সর হতে নিঃস্থত সলিল-ধারা তীরেরে ভিজায় । শ্রমোদগীর্ণ মুখ-ফেণে, নব তৃণ-ভূমিগুলি চিত্রিত-বরণ ; মুস্তা-পরিমল-গন্ধী স্বরভি-নিঃশ্বাসে হেথা ঘন সমীরণ ॥ নপুণভাবে অবলোকন করিয়া সহৰ্ষে ) সারথি । সারথি । ওই সেই হেলায় ফিরায়ে স্কন্ধ বেগ-ভরে মুলাঙ্কুর कब्रि' खेशूलन । স্বচঞ্চল-নাল-লগ্ন নলিনীরে বক্ত-মধ্যে করিয়া ধারণ —সুপ্রসন্ন নাভি-পদ্ম পঙ্কজ-আনন সেষ্ট বরাহাবতার দত্ত-মধ্যে ধরি* যেন ত্রিভুবন, উদ্ধারিতে আসে পুনৰ্ব্বার ॥

  1. ানন্দে) এই যে আমাকে দেখে আমার দিকেই আলচে।

( अनंब्रजकांब Hসকৌতুকে অবলোকন করিয়া) মহারাজ ! দেখুন দেখুন — বর্ব ভরে আসি’ কাছে বাণের সন্ধান দেখি” অমনি সে যায় গো ফিরিয়া ;