२७ চওকৌশিক । স্বজনক জল এলে , অগ্নি যথা মৃদ্ধভাব করয়ে ধারণ ॥ ( ভয়ে ভয়ে পরিক্রমণ ) নেপথ্যে —আপনার রক্ষা করুন রক্ষা করুন। দেখুন বিনা অপরাধে এই অনাথ অসহায় অভাগিনীদের অগ্নিমধ্যে নিঃক্ষেপ করচে । রক্ষা করুন—রক্ষা করুন । রাজা – শুনিয়া ব্যস্ত সমস্ত ভাবে ) অহহ ! অনতিদূরে ভয়ার্তা রমণী দের বিলাপ ক্ৰন্দন শোনা যাচ্চে না ? ( আশ্চৰ্য্য হইয়া ) একি ! এ হচ্চে তপোবন, এখানে এরূপ দুষ্ট লোক থাকা কি সম্ভব ? আচ্ছ, নিকটে গিয়ে দেখি । ( তথা করণ ) নেপথ্যে —রক্ষা করুন—রক্ষা করুন ইত্যাদি । রাজা –( শুনিয়া আবেগ-সহকারে ) ভয়াৰ্ত্তাদের অভয় দিচ্চি—ভয় নাই, : ভয় নাই । ( সক্রোধে ) আঃ ! কে না জানি করে এই তপোবন-বিপরীত দারুণ অহিতকর নিষ্ঠুরাচরণ এই বাণে স্কন্ধ তার ছিন্ন করি’, সৰ্ব্ব অঙ্গ জ্বলন্ত অনল-মাঝে করিব ক্ষেপণ ॥ ( পরিক্রমণ করিয়া, নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) কে ও হোম-সামগ্রীর সন্নিধানে অগ্নি-শালায় বসে আছে, আর অগ্নি মধ্যে তিনটী দিব্যরূপী নারী ভয়াৰ্ত্ত হয়ে বিলাপ করচে ?—নিশ্চয় তাপস-বেশধারী কোন পাষও হবে ; দৃশ্য —অগ্নিশালা । বিশ্বামিত্র হোমে প্রবৃত্ত ও - হোমান্ত্রির মধ্যে অবস্থিত বিদ্যাত্ৰয় । বিদ্যাত্রয় —( ভয়াকুল হইয়া পুৰ্ব্বোক্তরূপে ) রক্ষা করুন—রক্ষ করুন ইত্যাদি ।
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।