তৃতীয় অঙ্ক । -سسسه تحتی تحت=ع বীভৎস-বেশে পাপ-পুরুষের প্রবেশ । পাপ ।— বিকটরূপে পরিক্রমণ ও উচ্চ হাস্ত করিয়া ) আরম্ভে মধুর আমি, আধি-ব্যাধি শোক-দুঃখ আমি মাঝ-খানে ; নরক-যন্ত্রণ বহু —নিদারুণ সুভীষণ— আমি পরিণামে ॥ (সম্মুখে অবলোকন করিয়া, সভয়ে সরিয়া গিয়া ) হা জননি! গেলেম গেলেম ! মলেম, মলেম ! এই পোড়া নগরী—যার নামও আমি মুখে উচ্চারণ করতে পারিনে—আমাকে উচ্ছিন্ন করচে, —আমাকে বধ করচে। রোস এই তো প্রবেশ পথ ; কিন্তু এই নগরীকে আমি তো এখান থেকে দেখতে পাচ্চিনে । আচ্ছা ভাল, আমি এখানে একাস্তে বসে থাকি। আমি যে জন্মান্তরসঞ্চিত মূৰ্ত্তিমান পাপ—আমাকে পরিত্যাগ করে যারা এই নগরীর মধ্যে প্রবেশ করেচে, তারা যখন সেখান থেকে আবার বেরিয়ে আসবে, তখন আবার আমি তাদের শরীরে গিয়ে সংলগ্ন হব। - নেপথ্যে — শিব-পদাম্বুজ-চিকু এ মোর মাথায় —এতদূর কৃপা দেব করেন আমায় ; ভবানীরে পুত্র-প্রতি আমার উপরে, বহুশাস্ত্র-জ্ঞান, আর তপো-নিষ্ঠ। তরে।
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।