& চণ্ডকৌশিক । 3* এখন সেই হরিশ্চন্দ্র বারাণসী নগরে প্রবেশ করবেন—তাই দেব শশাঙ্ক-শেখর ও ভবানী উভয়েই পঘুর্মুখস্থক হয়ে আছেন । আমিও তবে ভগবানের পুজা শেষ করে সজ্জিত হয়ে থাকি । ( প্রস্থান ) ইতি প্রবেশক । সচিন্তভাবে রাজার প্রবেশ । ब्लछि 1 প্রীতি-ভরে দান করি’ এই পৃথ্বী দ্বিজোত্তমে - হইয়াছে স্বপ্রসন্ন এবে মোর মন ; কিন্তু উদবিগ্ন পুন, দৈবকৃত সেই ঋণ —মহতী দক্ষিণ কথা করিয়া স্মরণ । কর্তব্য নহে মোর র্তার রাজ্যে ধনার্জন করা ; তাই, সে শঙ্কুর স্থান — যাহা নহে এই বস্থঙ্কর’— সেই বারাণসী-ধামে ৰ রিয়৷ গমন করিতে হইবে এবে দক্ষিণ অর্জন ॥ । ( সচিন্তিত ভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয় ) ওঃ ! কি কষ্ট, কি কষ্ট ! দার, পুত্র, নিজ দেহ —ত্যাগ-মধ্যে এই তিন অবশিষ্ট আছয়ে এখন ; আজি হল শেষ দিন, প্রতিজ্ঞা অপরিত্যাজা, মুনি তাহে অতীব কোপন । না গুধি’ ব্রাহ্মণ-ঋণ এ জীবন ত্যজি বা কেমনে, কর্তব্য-বিমূঢ় হয়ে $ সব শূন্ত দেখি যে নয়নে ॥
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।