so চণ্ডকৌশিক । প্রতিশ্রত দক্ষিণার সময় তো আসন্ন—অথবা হরিশেচন্দ্ররই আসন্ন কাল উপস্থিত । হার হায় ! এই হতভাগ্যের সৰ্ব্বনাশ হল । ( ভূতলে পতন—পরে উখিত হইয়া হতাশ ভাবে ) হতভাগ্য হরিশ্চন্দ্র । , ওরে শঠ ! পূৰ্ব্বে তুই দিজোত্তমে দক্ষিণার हेिब्र दक्रम, না পূরণ করি তাহা, না করিয়া পরিশোধ । ব্রাহ্মণের ধন, । সত্য হতে ভ্ৰষ্ট হয়ে কোথায় এখন তুই করিসূ গমন ? এখন তবে বণিকূ-বীৰ্থীতে উপস্থিত হয়ে, আমার কাজটা শেষ করি ; সেই মুনি এখনি এসে পড়বেন । ( সত্বর পরিক্রমণ করিয়া একাস্তে অবস্থান ) - কুপিত কৌশিক বিশ্বামিত্রের প্রবেশ । কে – হস্তগত বিদ্যা-নাশে বৃদ্ধি হয় মোর যেই ক্রোধ দুৰ্ববৃদ্ধি সে রাজার শিষ্টাচারে হয় তার রোধ । বৃষ্টি-ধারা-সিক্ত বনে শুষ্ক ইন্ধনের মাঝে অগ্নি যথা জলে বেগ-ভরে —সেইরূপ আমারেও দহিতেছে কোপানল - গৃঢ় ভাবে থাকিয়া অস্তরে ॥ ( সক্রোধে ) রে ঘরাত্মা হরিশ্চন্দ্ৰ ! যাবৎ না দেখি তোরে রাজ্য-সম সত্য হতে । হলি বিচলিত
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।