8\> - - চওকৌশিক । উপা –(সহৰ্ষে )—তোমার কাজের নিয়ম বড়ই উত্তম । আচ্ছ, এই নিয়মেই আমার গৃহে থাকে । দেখ, আমার পত্নী অগ্নি-সেবায় সৰ্ব্বদ নিযুক্ত থাকায় গৃহের কাজ ভাল করে তত্ত্বাবধান করতে । পারেন না । আচ্ছ। এই সুবর্ণ নেও । শৈব্যা –(সহৰ্ষে ) যে আজ্ঞে, অনুগৃহীত হলেম । উপা –( অনেকক্ষণ দেখিয়া সবিস্ময়ে স্বগত ) মাথায় ঘোমটা দেওয়া, সহজ লজ্জার বশে আনত শরীর ; ोभन भइन छाडि চরণের অগ্রভাগে দৃষ্টি রহে স্থির ; মৃদ্ধমন্দ মুমধুর অল্প কথা কয়, অঙ্গনার উচ্চকুল ষ্টথে ব্যক্ত হয় ৷ ( সচিস্তভাবে ) যার এরূপ আকার-প্রকার, তার অবস্থান্তর হওয়াটা ঠিক নয়। আচ্ছা, জিজ্ঞাসা করা সাক্। ( প্রকাহে ) ওগো তোমার স্বামী কি জীবিত ? রাজা –( নিশ্বাস ফেলিয়। স্বগত) জীবিত পত্নীর এই অবস্থাত্তর চক্ষে দেখে সে কি আর জীবিত থাকতে পারে ? উপ ।--তিনি কি নিকটে আছেন ? শৈবা –(সাশ্র নয়নে রাজাকে অবলোকন ) উপা— দেখিয়া সবিস্ময়ে ) কি —ইনিই এর স্বামী ! ( অনেকক্ষণ দেখিয়া সখেদে ) বৃষ-সম স্বন্ধ যার, মত্তহস্তী-গুণ্ড-সম যার স্থল দীর্ঘভূজস্বয়, বিশাল যাহার বক্ষ, ভুবন রক্ষণ-কার্য্যে · সে তো হবে সক্ষম নিশ্চয় । ,
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।