পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। দৃশ্ব-রাজপথ । সচিন্তু রাজা ও তাহার পশ্চাৎ-পশ্চাৎ চণ্ডালদ্বয়ের প্রবেশ ! চণ্ডালম্বর –আপনার সরে যান মহাশয়র, সরে যান ; ইনি বধ্য নন। তবে আর এখানে কি দেখ চেন ? কি বল চেন ?—কে ইনি, কোথায় বা একে নিয়ে যাওয়া হচ্চে—এই কথা জিজ্ঞাসা করচেন ? ইনি একজন তপস্বী, আমার প্রভু-মহাশয়ের কাছ থেকে বহু সুবর্ণ গ্রহণ করে তার দাসত্ব স্বীকার করেছেন, তাই রক্ষণ-কার্য্যের জন্ত একে দক্ষিণ শ্মশানে নিয়ে যাওয়া যাচ্চে । রাজা –( নিশ্বাস ফেলিয়া স্বগত) কি কষ্ট ! আমার বিপদ-পরম্পরার আর শেষ নেই—উত্তরোত্তর আরও যেন দারণ হয়ে উঠচে। হইনু এখন আমি চণ্ডালের দাস, করিতে হইবে ঘোর শ্মশানেতে বাস ; শব-গাত্র হতে বস্ত্র হরিতে হইবে অবিশ্রাত্ত ঘটায়ে বিপদ এত - তৰু দৈব না হইল শাস্ত ॥ ( শোক-সহকারে) কথায় যে বলে, দুঃখের দ্বারাই ছঃখ অন্তৰ্হিত হয়, সে ঠিক কথা । পূৰ্ব্বে দক্ষিণার ঋণের জন্ত আমার মহা দুঃখ উপস্থিত হয়েছিল—এখন আবার এই দুঃখে সেই দুঃখ তিরোহিত हण ) (विश्वण इश्ब्र) -